জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান তাঁর সঙ্গীতজীবনের ২৫ বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছেন অস্ট্রেলিয়ায়। এ উপলক্ষে আগামী সেপ্টেম্বর মাসে পাঁচটি শহরে একাধিক কনসার্টে মঞ্চে উঠবেন তিনি ও তাঁর ব্যান্ড।
শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি জানান তাহসান। সেখানে তিনি একটি ফটোকার্ড শেয়ার করেন, যেখানে অস্ট্রেলিয়া সফরের বিস্তারিত সময়সূচি উল্লেখ করা হয়।
তাহসানের কনসার্ট অনুষ্ঠিত হবে ৬ সেপ্টেম্বর অ্যাডিলেড, ৭ সেপ্টেম্বর ব্রিসবেন, ১৩ সেপ্টেম্বর সিডনি, ২০ সেপ্টেম্বর মেলবোর্ন এবং ২৭ সেপ্টেম্বর পার্থ শহরে। পুরো মাসজুড়ে দেশটির বিভিন্ন শহরে আয়োজনগুলো হবে ভক্তদের জন্য বড় আকর্ষণ।
অস্ট্রেলিয়ায় বসবাসরত ভক্তরা দীর্ঘদিন ধরে তাহসানের কনসার্টের অপেক্ষায় ছিলেন। খবরটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তারা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করছেন।
তাহসান ১৯৯৮ সালে ব্যান্ড ‘ব্ল্যাক’-এর মাধ্যমে তাঁর সংগীতজীবন শুরু করেন। পরে তিনি একক শিল্পী হিসেবে কাজ করেন এবং ‘তাহসান অ্যান্ড দ্য সুফিস’ ব্যান্ড গঠন করেন। বর্তমানে তিনি নিয়মিত পারফর্ম করছেন ‘তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড’-এর সঙ্গে, দেশ ও দেশের বাইরে বিভিন্ন মঞ্চে।
এই সফরের মাধ্যমে তাঁর দীর্ঘ ২৫ বছরের সঙ্গীতযাত্রা অস্ট্রেলিয়ায় বিশেষভাবে উদযাপিত হবে বলে আশা করছেন আয়োজক ও ভক্তরা।