আগামী জাতীয় নির্বাচন নিয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাইয়্যেদ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তাদের দল আপত্তি করবে না, তবে সেটা যেন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়। রোববার (৬ জুলাই) রাজধানীর গুলশানের একটি হোটেলে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (FSDS) আয়োজিত “জাতীয় নিরাপত্তার জন্য জাতীয় ঐক্য জরুরি” শীর্ষক সংলাপে তিনি এ মন্তব্য করেন।
তাহের বলেন, “আমরা ভুল নির্বাচন চাই না, সেটা মানেই এই নয় যে আমরা নির্বাচনের বিরোধিতা করি। এই বক্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিন্নভাবে উপস্থাপন করে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “যারা অতীতে প্রহসনের নির্বাচন করেছে, আমরা তাদের প্রত্যাখ্যান করেছি। এবারও যদি একই ধরনের নির্বাচন হয়, তাহলে ন্যায়বিচার ও সংস্কারের সম্ভাবনা বিনষ্ট হবে।”
তাহের রাজনৈতিক দলগুলোকে পারস্পরিক আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচনের রূপরেখা নির্ধারণের আহ্বান জানান। তিনি বলেন, “সংলাপের মাধ্যমে মতপার্থক্য দূর করা সম্ভব। আমরা ঐক্যবদ্ধভাবে একটি গ্রহণযোগ্য পদ্ধতি নির্ধারণ করতে পারি।”
তিনি তুলনামূলক ভোট পদ্ধতির (Proportional Representation) পক্ষে মত দেন এবং বলেন স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষ প্রশাসনের অধীনে হওয়া উচিত।
সংলাপে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও আমীর খসরু মাহমুদ চৌধুরী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার, চিন্তাবিদ ফরহাদ মজহার, আলোকচিত্র সাংবাদিক শহিদুল আলম এবং গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি।
আলোচনায় বক্তারা মুক্ত ও নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজনীয়তা এবং রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।