রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনির একটি হোটেল থেকে সিলেটের চার নিখোঁজ শিশুকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া শিশুরা হলো তানিম আহমেদ ১২, আবদুল হাকিম ১২, তামিম ১২ এবং সুহিন মিয়া ১৩।
ডিএমপি মিডিয়া শাখার উপকমিশনার তালেবুর রহমান সোমবার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহজাহানপুর থানা পুলিশের একটি দল রবিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রেলওয়ে কলোনি এলাকায় অভিযান চালিয়ে হোটেলটি থেকে চার শিশুকে উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুরা জানায়, তারা ট্রেনে সিলেট থেকে ঢাকায় আসে। কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছে পথ হারিয়ে তারা ফিরে যেতে পারেনি। এ সময়ে তারা গত ছয় দিন একটি হোটেলে কাজ করেছে বলে জানিয়েছে।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া চার শিশুকে সিলেট বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
