Tuesday, October 7, 2025
Homeআন্তর্জাতিকলাদাখের পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের আটক নিয়ে ভারতের সুপ্রিম কোর্টের নোটিশ

লাদাখের পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের আটক নিয়ে ভারতের সুপ্রিম কোর্টের নোটিশ

ওয়াংচুকের মুক্তি চেয়ে তার স্ত্রীর দায়ের করা রিটে কেন্দ্র ও লাদাখ প্রশাসনের কাছে জবাব চেয়েছে আদালত

ভারতের পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের আটক নিয়ে তার স্ত্রী গীতাঞ্জলি জে আংমোর দায়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের প্রশাসনের কাছে জবাব চেয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার আদালত এই নির্দেশ দেয়।

আবেদনে ওয়াংচুকের স্ত্রী জাতীয় নিরাপত্তা আইন (এনএসএ) অনুযায়ী তার স্বামীর আটকাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে অবিলম্বে মুক্তির দাবি জানান।

তবে বিচারপতি অরবিন্দ কুমার ও বিচারপতি এন ভি আঞ্জারিয়ার সমন্বয়ে গঠিত বেঞ্চ আটকাদেশের কারণ সংক্রান্ত নথি প্রকাশের বিষয়ে কোনো আদেশ দেয়নি। এ বিষয়ে পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ অক্টোবর।

গত ২৬ সেপ্টেম্বর সোনম ওয়াংচুককে জাতীয় নিরাপত্তা আইনে (এনএসএ) গ্রেপ্তার করা হয়। এর দুই দিন আগে লাদাখে রাজ্যের মর্যাদা ও ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্তির দাবিতে হওয়া বিক্ষোভে চারজন নিহত ও ৯০ জন আহত হন।

বর্তমানে তিনি রাজস্থানের জোধপুর কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন।

সোনম ওয়াংচুক লাদাখের পরিচিত পরিবেশকর্মী ও সমাজসেবক, যিনি দীর্ঘদিন ধরে অঞ্চলের জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন নিয়ে কাজ করছেন। তার আটকাদেশের পর দেশজুড়ে মানবাধিকারকর্মীরা এর নিন্দা জানান এবং মুক্তির দাবি করেন।

  • বিষয়াদি সম্পর্কে আরও পড়ুন:
  • ভারত

RELATED NEWS

Latest News