Thursday, September 4, 2025
Homeআন্তর্জাতিককোয়েটায় বিএনপি সমাবেশে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

কোয়েটায় বিএনপি সমাবেশে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

খাইবার পাখতুনখোয়ায় যাত্রীবাহী গাড়িতে হামলায় আরও ছয়জনের মৃত্যু

পাকিস্তানের বেলুচিস্তানের কোয়েটায় বিএনপি (বেলুচিস্তান ন্যাশনাল পার্টি) সমাবেশে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। বুধবার এ তথ্য নিশ্চিত করেন প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী বখত মোহাম্মদ কাকার।

মন্ত্রী জানান, বিস্ফোরণে আহত ৩৮ জনের মধ্যে আটজনকে ট্রমা সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি তদন্তে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।

কাকার আরও বলেন, “কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে আত্মঘাতী হামলাকারী মূল সমাবেশস্থলে প্রবেশ করতে পারেনি।”

মঙ্গলবার সন্ধ্যায় কোয়েটার শহওয়ানি স্টেডিয়ামের কাছাকাছি ব্যস্ত এলাকায় এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরপরই আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি আহতদের প্রয়োজনে করাচিতে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে একে রাজনৈতিক সমাবেশের ওপর উদ্দেশ্যমূলক আক্রমণ বলে মন্তব্য করেন।

এদিকে একই দিনে খাইবার পাখতুনখোয়ার লোয়ার কুরাম এলাকায় যাত্রীবাহী একটি গাড়িতে বন্দুক হামলায় ছয়জন নিহত হয়েছেন।

পুলিশ জানায়, আহমদ খান কালে এলাকায় পাড়া চামকানি থেকে সদরগামী গাড়িটিতে অজ্ঞাত হামলাকারীরা গুলি চালায়। ঘটনায় নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় পুলিশ জানায়, হামলার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।

সাম্প্রতিক হামলাগুলো পাকিস্তানে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষ করে রাজনৈতিক সমাবেশ ও সাধারণ যাত্রীদের ওপর হামলা স্থানীয় মানুষের নিরাপত্তাহীনতা আরও বাড়িয়ে তুলছে।

RELATED NEWS

Latest News