Wednesday, July 16, 2025
Homeজাতীয়জুলাই শহিদ দিবসে ১৬ জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা, অর্ধনমিত থাকবে পতাকা

জুলাই শহিদ দিবসে ১৬ জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা, অর্ধনমিত থাকবে পতাকা

সব সরকারি-বেসরকারি ভবনে অর্ধনমিত পতাকা, মসজিদ-মন্দিরসহ উপাসনালয়ে বিশেষ প্রার্থনার নির্দেশনা

আগামী ১৬ জুলাই, বুধবার ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে সারাদেশে রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ সরকার। মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আবদুর রশিদের সই করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৬ জুলাই রাষ্ট্রীয় শোক দিবস হিসেবে পালিত হবে। এদিন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান এবং দেশের বাইরে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

এছাড়া দেশের সব মসজিদে নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও যথাযথভাবে প্রার্থনার আয়োজন করা হবে।

প্রজ্ঞাপনে রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে সকল সরকারি কর্মচারী ও প্রতিষ্ঠানে যথাযথ মর্যাদা ও শৃঙ্খলার সঙ্গে নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, প্রতিবছর ১৬ জুলাই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে ‘জুলাই শহিদ দিবস’ পালন করা হয়। এ দিবসে রাষ্ট্রীয় স্বীকৃতি ও অংশগ্রহণ এবার প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ঘোষিত হলো।

RELATED NEWS

Latest News