Tuesday, July 29, 2025
Homeআন্তর্জাতিকশ্রীলঙ্কায় সাবেক নৌবাহিনী প্রধান গ্রেপ্তার, নিখোঁজের ঘটনায় তদন্ত

শ্রীলঙ্কায় সাবেক নৌবাহিনী প্রধান গ্রেপ্তার, নিখোঁজের ঘটনায় তদন্ত

১৫ বছর আগের অপহরণ ও নিখোঁজের ঘটনায় আটক করা হয়েছে নিশান্ত উলুগেটেন্নেকে

শ্রীলঙ্কায় ১৫ বছর আগের এক নিখোঁজের ঘটনায় সাবেক নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিশান্ত উলুগেটেন্নেকে সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ। ২০১০ সালে এক ব্যক্তির নিখোঁজ হওয়ার ঘটনার তদন্তে এই গ্রেপ্তার করা হয় বলে জানায় এএফপিকে এক তদন্ত কর্মকর্তা।

তদন্ত কর্মকর্তা জানান, তখন উলুগেটেন্নে নৌবাহিনীর গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন। ৪৮ বছর বয়সী এক ব্যক্তির নিখোঁজ হওয়ার বিষয়ে তার কাছ থেকে জবানবন্দি নেওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার পর্যন্ত তাকে রিমান্ডে রাখা হয়েছে।

উলুগেটেন্নে ২০২২ সালের ডিসেম্বরে নৌবাহিনী থেকে অবসর নেন এবং পরে কিউবায় শ্রীলঙ্কার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

এই গ্রেপ্তার এমন সময় এলো যখন আরেক সাবেক নৌপ্রধান ওয়াসান্ত করন্নাগোদার বিরুদ্ধে আগেই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তদন্ত হয়েছে। তিনি ২০০৮-২০০৯ সালে ১১ জন ব্যক্তিকে অপহরণ ও হত্যার অভিযোগে অভিযুক্ত হন। অভিযোগে বলা হয়, তারা ধনী পরিবারের সদস্য ছিলেন এবং মুক্তিপণের জন্য অপহরণ করা হয়েছিল। আদালতের নথি অনুযায়ী, তারা নৌবাহিনীর অবৈধ হেফাজতে থাকাকালীন নিহত হন, তবে তাদের মরদেহ পাওয়া যায়নি।

২০২১ সালের অক্টোবরে শ্রীলঙ্কা সরকার করন্নাগোডার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে নেয়। তবে ব্রিটেন ২০২৪ সালের মার্চে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

জাতিসংঘ মানবাধিকার পরিষদের একাধিক অধিবেশনে এই ধরনের নিখোঁজ ও হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে। জাতিসংঘের এক প্যানেলের তথ্যমতে, গৃহযুদ্ধের শেষ দিকে প্রায় ৪০ হাজার বেসামরিক লোক নিহত হতে পারে।

তদন্তকারীরা মনে করছেন, যেসব নিখোঁজের ঘটনার তথ্য প্রকাশ পেয়েছে, প্রকৃত সংখ্যা তার চেয়ে অনেক বেশি হতে পারে। বহু সামরিক কর্মকর্তার বিরুদ্ধে যুদ্ধকালে বিচারবহির্ভূত হত্যার অভিযোগ রয়েছে।

শ্রীলঙ্কায় দীর্ঘ ৩৭ বছরের তামিল বিচ্ছিন্নতাবাদী লড়াইয়ের সময় ও পরবর্তীতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এখনো আন্তর্জাতিক মহলে আলোচনার বিষয় হয়ে আছে।

RELATED NEWS

Latest News