বিশ্বকাপ ২০২৬ বাছাইপর্বে দারুণ সূচনা করেছে ইউরো ২০২৪ চ্যাম্পিয়ন স্পেন। বৃহস্পতিবার সোফিয়ার ভাসিল লেভস্কি স্টেডিয়ামে বুলগেরিয়াকে ৩–০ গোলে হারিয়েছে লুইস দে লা ফুয়েন্তের দল।
প্রথমার্ধেই গোলের দেখা পায় স্পেন। ম্যাচের পঞ্চম মিনিটে আর্সেনালের মিডফিল্ডার মার্টিন সুবিমেন্দির নিখুঁত পাস থেকে গোল করেন মিকেল ওয়ারইয়াজাবাল। এরপর সুযোগ হাতছাড়া করে বুলগেরিয়ার রাদোসলাভ কিরিলভ, তার শট পোস্টে লাগে। সেই ধাক্কা সামলাতে না পারলে চেলসির ডিফেন্ডার মার্ক কুকুরেয়া দারুণ ভলিতে নিজের দেশের হয়ে প্রথম গোল করেন। বিরতির আগে কর্নার থেকে হেডে গোল করেন মিকেল মেরিনো।
ম্যাচের দ্বিতীয়ার্ধেও দাপট দেখায় স্পেন। মেরিনোর একটি শট ক্রসবারে লাগে। কিশোর লামিনে ইয়ামাল ডান প্রান্তে বারবার আক্রমণ শানালেও গোল পাননি।
চোট কাটিয়ে দীর্ঘ বিরতির পর মাঠে ফেরেন ম্যানসিটির রদ্রি ও রিয়াল মাদ্রিদের দানি কারভাহাল। এছাড়া কোমো ক্লাবের ফরোয়ার্ড জেসুস রদ্রিগেজ প্রথমবারের মতো জাতীয় দলে অভিষেকের সুযোগ পান।
কোচ দে লা ফুয়েন্তে বলেন, “আমরা খুশি হলেও আরও উন্নতির জায়গা আছে। তুরস্কের বিপক্ষে ম্যাচ আরও কঠিন হবে।”
স্পেন সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ২০১০ সালে। এবারও তারা গ্রুপ ই থেকে সরাসরি টিকিট পাওয়ার অন্যতম দাবিদার। গ্রুপে স্পেনের সঙ্গে আছে তুরস্ক ও জর্জিয়া।
রবিবার নিজেদের পরের ম্যাচে স্পেন মুখোমুখি হবে তুরস্কের, যারা বাছাইয়ের প্রথম ম্যাচে জর্জিয়াকে ৩–২ গোলে হারিয়েছে।