১৭ বছর পর আবারও শুরু হতে যাচ্ছে দক্ষিণ এশীয় সিনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। আজ শুক্রবার ভারতের রাঁচিতে শুরু হচ্ছে তিন দিনের এই প্রতিযোগিতা, যা চলবে আগামী রবিবার পর্যন্ত।
স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময়) ঝাড়খণ্ডের বিরসা মুন্ডা স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পাকিস্তান ছাড়া দক্ষিণ এশিয়ার সব দেশ এই আসরে অংশ নিচ্ছে।
বাংলাদেশ থেকে ১৯ জন অ্যাথলেট ও ৫ জন কর্মকর্তাসহ মোট ২৪ সদস্যের একটি দল ইতোমধ্যে রাঁচিতে পৌঁছেছে। মোট ২০০ জনের বেশি অ্যাথলেট প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। আয়োজক ভারত সবচেয়ে বড় দল নিয়ে মাঠে নামছে—৭৮ জন অ্যাথলেট নিয়ে। দ্বিতীয় সর্বোচ্চ ৬৩ জন নিয়ে অংশ নিচ্ছে শ্রীলঙ্কা।
আজকের প্রথম দিন পাঁচটি ইভেন্টে অংশ নেবে বাংলাদেশ।
রাত ৮টায় পুরুষদের ১০০ মিটার রাউন্ড–১ এ নামবেন মো. ইসমাইল ও আব্দুল মোটালেব।
রাত ৮টা ১৫ মিনিটে নারীদের ১০০ মিটার হিটে থাকবেন সুমাইয়া দেবান।
পুরুষদের ৫০০০ মিটার দৌড়ে রাত ৮টা ৩০ মিনিটে অংশ নেবেন আল আমিন।
রাত ৮টা ৫০ মিনিটে নারীদের ৫০০০ মিটারে প্রতিদ্বন্দ্বিতা করবেন রিংকি বিশ্বাস।
পুরুষদের ১০০ মিটার ফাইনাল রাত ৯টা ৩০ মিনিটে এবং নারীদের ফাইনাল ৯টা ৪০ মিনিটে অনুষ্ঠিত হবে। সময়সূচি সবই বাংলাদেশ সময় অনুযায়ী নির্ধারিত।
এ ছাড়া বাংলাদেশ দলের হয়ে মিক্সড ৪x৪০০ মিটার রিলেতে অংশ নেবেন হাফিজুর রহমান, লুসাদ ইসলাম, নাজিমুল হক রনি, শিরিন আক্তার, নুসরাত জাহান রুনা এবং বর্ষা খাতুন।
