লাদাখে রাজ্যত্ব ও ষষ্ঠ তফসিল বাস্তবায়নের দাবিতে চলমান আন্দোলনের প্রেক্ষিতে কেন্দ্র সরকার নতুন আলোচনার প্রস্তাব দেওয়ায় পরিবেশবিদ সোনম ওয়াংচুক তাঁর ৩৫ দিনব্যাপী অনশন কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন।
শনিবার লেহ-তে এক সংবাদ সম্মেলনে লাদাখ বৌদ্ধ অ্যাসোসিয়েশনের সভাপতি ও লেহ অ্যাপেক্স বডির সহ-সভাপতি চেরিং দর্জে লাকরুক এই ঘোষণা দেন।
তিনি বলেন, “যেহেতু ১৫ জুলাইয়ের পরিবর্তে ২০ জুলাই আলোচনার প্রস্তাব এসেছে, তাই খুব একটা সময়ের পার্থক্য নেই। এ কারণে সোনম ওয়াংচুক অনশন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন।”
তবে তিনি সতর্ক করে বলেন, “আমরা দেখতে চাই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় (MHA) ২০ জুলাই আমাদের ডাকে কি না এবং আলোচনার এজেন্ডায় রাজ্যত্ব ও ষষ্ঠ তফসিলের বিষয়টি অন্তর্ভুক্ত থাকে কি না। শুধু বেকারত্বের ইস্যুতে আটকে থাকতে চাই না, বহু আলোচনা হয়েছে কিন্তু বাস্তবায়ন হয়নি।”
প্রসঙ্গত, লেহ অ্যাপেক্স বডি ও কারগিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (KDA) দীর্ঘদিন ধরে লাদাখের জন্য রাজ্যত্ব ও ষষ্ঠ তফসিল বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে।
২০২৩ সালে জনগণের দাবির প্রেক্ষিতে কেন্দ্র সরকার মন্ত্রী নিট্যানন্দ রাইয়ের নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করে। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন ৩০ জুন ও ১ জুলাই লাদাখ সফরকালে অ্যাপেক্স বডির প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শিগগিরই আলোচনার আশ্বাস দেন।
আন্দোলনের অংশ হিসেবে সোনম ওয়াংচুক সম্প্রতি লেহ অ্যাপেক্স বডিতে যোগ দেন এবং আলোচনার জন্য গঠিত কমিটি ও সাব-কমিটিতে প্রতিনিধিত্ব করতে সম্মত হন।
তবে এরই মধ্যে বর্ষীয়ান বৌদ্ধ আধ্যাত্মিক নেতা থুপস্তান চেউয়াং অ্যাপেক্স বডি ও উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি থেকে পদত্যাগ করেছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, “নির্বাচনী রাজনীতি ও পক্ষপাতমূলক অবস্থানের বাইরে থাকার সিদ্ধান্তেই আমি অ্যাপেক্স বডির সভাপতি ও সদস্য পদ এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি থেকে পদত্যাগ করছি।”
লাদাখের সাংস্কৃতিক বৈচিত্র্য, কৌশলগত গুরুত্ব ও স্বায়ত্তশাসনের প্রশ্নে এই আন্দোলন এখনও অব্যাহত রয়েছে। কেন্দ্রের নতুন আলোচনার উদ্যোগে আশার সঞ্চার হলেও দাবি আদায়ে জনগণ সতর্ক রয়েছে বলেই জানিয়েছেন আন্দোলনকারীরা।