Friday, September 26, 2025
Homeআন্তর্জাতিকলাদাখ রাজ্যের দাবিতে আলোচনার প্রস্তাবে অনশন স্থগিত করলেন সোনম ওয়াংচুক

লাদাখ রাজ্যের দাবিতে আলোচনার প্রস্তাবে অনশন স্থগিত করলেন সোনম ওয়াংচুক

কেন্দ্রের নতুন আলোচনার তারিখ ঘোষণায় আন্দোলনে সাময়িক বিরতি দিল লেহ অ্যাপেক্স বডি ও কেডিএ

লাদাখে রাজ্যত্ব ও ষষ্ঠ তফসিল বাস্তবায়নের দাবিতে চলমান আন্দোলনের প্রেক্ষিতে কেন্দ্র সরকার নতুন আলোচনার প্রস্তাব দেওয়ায় পরিবেশবিদ সোনম ওয়াংচুক তাঁর ৩৫ দিনব্যাপী অনশন কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন।

শনিবার লেহ-তে এক সংবাদ সম্মেলনে লাদাখ বৌদ্ধ অ্যাসোসিয়েশনের সভাপতি ও লেহ অ্যাপেক্স বডির সহ-সভাপতি চেরিং দর্জে লাকরুক এই ঘোষণা দেন।

তিনি বলেন, “যেহেতু ১৫ জুলাইয়ের পরিবর্তে ২০ জুলাই আলোচনার প্রস্তাব এসেছে, তাই খুব একটা সময়ের পার্থক্য নেই। এ কারণে সোনম ওয়াংচুক অনশন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন।”

তবে তিনি সতর্ক করে বলেন, “আমরা দেখতে চাই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় (MHA) ২০ জুলাই আমাদের ডাকে কি না এবং আলোচনার এজেন্ডায় রাজ্যত্ব ও ষষ্ঠ তফসিলের বিষয়টি অন্তর্ভুক্ত থাকে কি না। শুধু বেকারত্বের ইস্যুতে আটকে থাকতে চাই না, বহু আলোচনা হয়েছে কিন্তু বাস্তবায়ন হয়নি।”

প্রসঙ্গত, লেহ অ্যাপেক্স বডি ও কারগিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (KDA) দীর্ঘদিন ধরে লাদাখের জন্য রাজ্যত্ব ও ষষ্ঠ তফসিল বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে।

২০২৩ সালে জনগণের দাবির প্রেক্ষিতে কেন্দ্র সরকার মন্ত্রী নিট্যানন্দ রাইয়ের নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করে। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন ৩০ জুন ও ১ জুলাই লাদাখ সফরকালে অ্যাপেক্স বডির প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শিগগিরই আলোচনার আশ্বাস দেন।

আন্দোলনের অংশ হিসেবে সোনম ওয়াংচুক সম্প্রতি লেহ অ্যাপেক্স বডিতে যোগ দেন এবং আলোচনার জন্য গঠিত কমিটি ও সাব-কমিটিতে প্রতিনিধিত্ব করতে সম্মত হন।

তবে এরই মধ্যে বর্ষীয়ান বৌদ্ধ আধ্যাত্মিক নেতা থুপস্তান চেউয়াং অ্যাপেক্স বডি ও উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি থেকে পদত্যাগ করেছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, “নির্বাচনী রাজনীতি ও পক্ষপাতমূলক অবস্থানের বাইরে থাকার সিদ্ধান্তেই আমি অ্যাপেক্স বডির সভাপতি ও সদস্য পদ এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি থেকে পদত্যাগ করছি।”

লাদাখের সাংস্কৃতিক বৈচিত্র্য, কৌশলগত গুরুত্ব ও স্বায়ত্তশাসনের প্রশ্নে এই আন্দোলন এখনও অব্যাহত রয়েছে। কেন্দ্রের নতুন আলোচনার উদ্যোগে আশার সঞ্চার হলেও দাবি আদায়ে জনগণ সতর্ক রয়েছে বলেই জানিয়েছেন আন্দোলনকারীরা।

  • বিষয়াদি সম্পর্কে আরও পড়ুন:
  • ভারত

RELATED NEWS

Latest News