সোনাগাজী সমিতি ঢাকার দীর্ঘদিনের অচলাবস্থা কাটাতে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার ১৯ নভেম্বর সংগঠনের ঢাকার স্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন খ্যাতিমান অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ এবং আইসিবি চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ। সভায় কার্যনির্বাহী সদস্য, আজীবন সদস্য এবং ঢাকায় বসবাসরত সোনাগাজীবাসী উপস্থিত ছিলেন।
সংগঠনের নিয়মিত কার্যক্রম স্বাভাবিক করা এবং বর্তমান স্থবিরতা কাটিয়ে ওঠার লক্ষ্যে উপস্থিত সদস্যরা সর্বসম্মতভাবে আহ্বায়ক কমিটি গঠনের প্রস্তাব অনুমোদন করেন। গৃহীত প্রস্তাব অনুযায়ী নবগঠিত আহ্বায়ক কমিটি সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে পরামর্শ করবে এবং আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্ত করার জন্য কাজ করবে।
পরামর্শক প্যানেলে রয়েছেন অ্যাডভোকেট শাহানাআখতার শানু, হাবিবুর রহমান হাবিব, শামসুল আলম রানা এবং খালেদ মাহমুদ মাসুদ।
আহ্বায়ক জাকির হোসেন সুমন। সদস্যরা ড. মোহাম্মদ নিজাম উদ্দিন, মোরশেদ আলম সেলিম, নেসার আহমেদ, মোমিনুল হক, শরিফুল ইসলাম মাহমুদুল হাসান এবং মো. শাহজানুর রহমান। ভারপ্রাপ্ত দফতর সম্পাদক মো. নূর করিম। শাহাদাত হোসেন হেলাল এবং নুরুল আলম ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।
সভায় উপস্থিত সদস্যরা নবগঠিত কমিটির ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেন এবং সংগঠনের উন্নয়ন, ঐক্য ও ধারাবাহিকতা নিশ্চিত করতে সমষ্টিগতভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
