চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় স্থানীয় ছাত্রদল নেতা ও তার এক বন্ধু নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ভাটিয়ারী ইউনিয়নের অক্সিজেন রোড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো. আরিফ (২৮) এবং মো. জুয়েল (২৯)। আরিফ ভাটিয়ারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ছিলেন। তাদের বাড়ি জাহানাবাদের মাদাম বিবিরহাটের চেয়ারম্যান ঘাটায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেল নিয়ে ইউ-টার্ন নেওয়ার সময় ঢাকা অভিমুখী মুসকান ভেজিটেবল অয়েলের তেলবাহী ট্রাক তাদের ধাক্কা দেয়। ঘটনাস্থলেই দুইজন মারা যান। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
বড়আউলিয়া হাইওয়ে থানার ওসি আবদুল মুমিন বলেন, দুর্ঘটনায় জড়িত তেলবাহী ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।
তিনি আরও জানান, নিহতদের পরিবার পুলিশ পৌঁছানোর আগেই মরদেহ নিয়ে যায়।