Friday, September 26, 2025
Homeবিনোদনধর্ষণ মামলায় গায়ক নোবেল জামিনে মুক্ত, ভুক্তভোগীর আপত্তি নেই

ধর্ষণ মামলায় গায়ক নোবেল জামিনে মুক্ত, ভুক্তভোগীর আপত্তি নেই

কারাগারে বিয়ের পর আদালতে শুনানি, ভুক্তভোগীর আপত্তি না থাকায় মিলেছে জামিন

গায়ক মাইনুল আহসান নোবেল ধর্ষণ ও নির্যাতনের মামলায় জামিন পেয়েছেন। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব ১,০০০ টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন।

আদালতে শুনানির সময় ভুক্তভোগী জানান, নোবেলকে জামিন দেওয়া নিয়ে তাঁর কোনো আপত্তি নেই। উল্লেখ্য, গত ১৯ জুন কারাগারে কর্তৃপক্ষের উপস্থিতিতে ওই নারীকে বিয়ে করেন নোবেল।

আসামিপক্ষের আইনজীবী মো. মনির উদ্দিন বলেন, এটি ছিল মূলত একটি ভুল বোঝাবুঝির ঘটনা। বর্তমানে তারা বৈধভাবে বিবাহিত এবং ভুক্তভোগী এখন জামিনের পক্ষে রয়েছেন।

এর আগে, গত ২০ মে রাজধানীর ডেমরা এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগে বলা হয়, ভুক্তভোগীকে দীর্ঘ সাত বছর ধরে অপহরণ, আটক, ধর্ষণ ও নির্যাতন করা হয়েছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর পুলিশ তাকে উদ্ধার করে।

১৮ জুন বিচারক নাজমিন আক্তার কারা কর্তৃপক্ষকে নোবেল ও ভুক্তভোগীর পারস্পরিক সম্মতিতে বিয়ের আয়োজন করতে নির্দেশ দেন। সেই অনুযায়ী ১৯ জুন কারাগারে বিয়ে সম্পন্ন হয়।

আদালতের অনুমতি ও ভুক্তভোগীর বক্তব্যের ভিত্তিতে মামলায় জামিন পান নোবেল। তবে মামলাটি এখনো বিচারাধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

  • বিষয়াদি সম্পর্কে আরও পড়ুন:
  • আদালত

RELATED NEWS

Latest News