বাংলাদেশের আম্পায়ারদের দক্ষতা উন্নয়নে এবার সরাসরি ভূমিকা রাখতে যাচ্ছেন সাবেক আইসিসি এলিট প্যানেলের বিখ্যাত আম্পায়ার সাইমন টফেল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার জানিয়েছে, টফেল তিন বছরের চুক্তিতে দেশের আম্পায়ার শিক্ষা কার্যক্রমের নেতৃত্ব দেবেন।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বিসিবির ১৯তম বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, “সাইমনের সঙ্গে আমাদের প্রায় চূড়ান্ত চুক্তি হয়েছে। তিনি ও তার দল বাংলাদেশের আম্পায়ারদের প্রশিক্ষণ ও শিক্ষায় কাজ করবেন।”
সাইমন টফেল আধুনিক ক্রিকেটে অন্যতম সেরা আম্পায়ার হিসেবে খ্যাত। বিসিবির পক্ষ থেকে আশা করা হচ্ছে, তার নেতৃত্বে একটি সুনির্দিষ্ট ও কাঠামোবদ্ধ প্রশিক্ষণ পদ্ধতির মাধ্যমে দেশের সকল স্তরের আম্পায়ারদের মান উন্নয়ন হবে।
তিনি শুধু প্রশিক্ষণই নয়, বরং একজন মেন্টর হিসেবে তরুণ আম্পায়ারদের গাইড করার দিকেও মনোযোগ দেবেন বলে জানানো হয়। বিসিবি মনে করে, এই উদ্যোগ বাংলাদেশে আন্তর্জাতিক মানের আম্পায়ার তৈরি করতে সহায়ক হবে।