Saturday, July 19, 2025
Homeজাতীয়তরুণ প্রজন্মের অহংকার তারেক রহমানের ভাবমূর্তি নস্যাৎ চেষ্টার প্রতিবাদে ঢাকায় নীরব মিছিল

তরুণ প্রজন্মের অহংকার তারেক রহমানের ভাবমূর্তি নস্যাৎ চেষ্টার প্রতিবাদে ঢাকায় নীরব মিছিল

গণতন্ত্র হুমকির মুখে পড়েছে দাবি করে পেশাজীবীদের শান্তিপূর্ণ কর্মসূচি, দমনমূলক আইন বাতিলের আহ্বান

গণতন্ত্র বিপন্ন হওয়ার আশঙ্কা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ভাবমূর্তি নস্যাৎ করার চেষ্টার প্রতিবাদে ঢাকায় একটি নীরব মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাংলাদেশ ইউনাইটেড প্রফেশনালস কাউন্সিলের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হওয়া মিছিলটি কদমফুল ফোয়ারা, টোপখানা রোড ও পুরানা পল্টন ঘুরে আবার প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়।

কর্মসূচির নেতৃত্ব দেন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন ও সদস্য সচিব সাংবাদিক কাদের গনি চৌধুরী।

মিছিল শেষে বক্তব্যে ডা. জাহিদ বলেন, “গণতন্ত্র আজ ছায়ার আড়ালে সক্রিয় ষড়যন্ত্রকারীদের হুমকির মুখে পড়েছে। এসব অপশক্তিই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথে প্রধান বাধা।”

কাদের গনি চৌধুরী বলেন, “বাংলাদেশের জনগণ গত দুই দশক ধরে ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে, কিন্তু সেই অধিকার এখনো অধরাই থেকে গেছে। প্রশাসনের ভেতরে এখনো ফ্যাসিবাদের দোসররা সক্রিয় রয়েছে।”

তিনি দমনমূলক সকল আইন, বিশেষ করে সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিলের দাবি জানান এবং জাতীয় নেতাদের বিরুদ্ধে চলমান চরিত্র হননের রাজনীতি বন্ধের আহ্বান জানান।

মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিশিষ্ট নাগরিকরা অংশগ্রহণ করেন। তারা শান্তিপূর্ণভাবে গণতন্ত্র রক্ষার প্রয়োজনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

RELATED NEWS

Latest News