Thursday, July 10, 2025
Homeখেলাধুলাক্রিকেটইংল্যান্ডের বিপক্ষে গিলের ডাবল সেঞ্চুরি, দ্বিতীয় টেস্টে ভারতের দাপট

ইংল্যান্ডের বিপক্ষে গিলের ডাবল সেঞ্চুরি, দ্বিতীয় টেস্টে ভারতের দাপট

শুভমান গিলের রেকর্ড গড়া ২৬৯ রানের ইনিংস ও আকাশ দীপের দুর্দান্ত বোলিংয়ে এগিয়ে ভারত

এজবাস্টনে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে রেকর্ড গড়া ইনিংস উপহার দিলেন ভারত অধিনায়ক শুভমান গিল। ইংল্যান্ডের বিপক্ষে ২৬৯ রানের অসাধারণ ইনিংস খেলে দলকে এনে দেন শক্ত ভিত, যা দ্বিতীয় দিনে ইংল্যান্ডকে ৫১০ রানের বিশাল ব্যবধানে পিছিয়ে দেয়।

প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৫৮৭ রান, জবাবে ইংল্যান্ড দ্বিতীয় দিনের খেলা শেষ করে ৩ উইকেটে ৭৭ রানে।

এই দিনে আকাশ দীপ ছিলেন দুর্দান্ত। বিশ্বের এক নম্বর টেস্ট বোলার যশপ্রীত বুমরাহ বিশ্রামে থাকায় সুযোগ পান দীপ। তিনি প্রথম ওভারে খরচ করেন ১২ রান, তবে পরের ওভারেই এনে দেন জোড়া আঘাত।

বেন ডাকেটকে স্লিপে ক্যাচ তুলে দেন, ঠিক পরের বলেই গোল্ডেন ডাকের শিকার হন অলি পোপ। এর আগে শুভমান গিল নিজেই প্রথম ক্যাচটি নেন তৃতীয় স্লিপে। এরপর মোহাম্মদ সিরাজের বলে জ্যাক ক্রাউলিও ফেরেন, ইংল্যান্ড তখন ২৫/৩।

তবে জো রুট ও হ্যারি ব্রুক দিনের শেষে আর বিপর্যয় হতে দেননি। এই দুজন মিলে গড়েন ৫২ রানের অবিচ্ছিন্ন জুটি।

তবে দিনের নায়ক নিঃসন্দেহে ছিলেন শুভমান গিল। অধিনায়ক হিসেবে মাত্র দ্বিতীয় টেস্টেই তিনি ভেঙেছেন একের পর এক রেকর্ড।

ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে কোহলির ২৫৪ রানের রেকর্ড পেরিয়ে গিল করলেন ২৬৯। ভারতের বাইরে কোনো টেস্টে ব্যাটসম্যান হিসেবে এটি সর্বোচ্চ রান, আগের রেকর্ড ছিল সচিন টেন্ডুলকারের ২৪১ রানের।

ইংল্যান্ডে ভারতের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ডটিও এখন গিলের দখলে, ভেঙে দিয়েছেন গাভাস্কারের ২২১ রানের ইনিংস।

দিন শেষে গিল বলেন, “টেস্ট সিরিজের আগে কিছু ব্যাপারে কাজ করেছি, যেটা এখন কাজে দিচ্ছে। দলীয় ফিল্ডিং পারফরম্যান্সেও আমরা উন্নতি করেছি।”

আগের টেস্টে ফিল্ডিংয়ের ব্যর্থতা ছিল ভারতের বড় হতাশার কারণ। এবারে তারা সেই ঘাটতি কাটিয়ে উঠেছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

দিনভর বোলারদের মুখে হাসি এনে দিয়েছেন আকাশ দীপ। ২৮ বছর বয়সী এই পেসার নিজেকে প্রমাণ করলেন গুরুত্বপূর্ণ সময়ে।

ইংল্যান্ডের সহকারী কোচ জিতেন প্যাটেল বলেন, “১৫০ ওভার মাঠে থাকা কঠিন। শুভমান গিলের ব্যাটিং ছিল এক কথায় মাস্টারক্লাস।”

প্রথম ইনিংসে গিলের ইনিংসটি সাজানো ছিল ৩৮৭ বলে, যেখানে ছিল ৩০টি চার ও তিনটি ছয়।

রবীন্দ্র জাদেজা (৮৯) ও ওয়াশিংটন সুন্দর (৪২) চমৎকারভাবে গিলকে সঙ্গ দেন। ষষ্ঠ উইকেটে ২০৩ ও সপ্তম উইকেটে ১৪৪ রানের জুটি গড়েন তাঁরা।

গিল আউট হন জস টাংয়ের বলে, যখন তাঁর রান ২৬৯। মাঠ ছাড়ার সময় ইংল্যান্ডের খেলোয়াড়রাও তাঁকে অভিনন্দন জানান।

দ্বিতীয় দিনের শেষে ৫১০ রানের লিড নিয়ে ভারতের জয় এখন সময়ের ব্যাপার মাত্র, এমনটাই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

RELATED NEWS

Latest News