অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ম্যাচে গুরুতর ইনজুরির শিকার হওয়ার পর ভারতের ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার জানিয়েছেন, তিনি এখন সুস্থতার পথে রয়েছেন এবং প্রতিদিন কিছুটা করে ভালো হচ্ছেন।
শনিবার সিডনিতে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডেতে অসাধারণ এক ক্যাচ নিতে গিয়ে পড়ে গিয়ে আইয়ার প্লীহা (spleen) ফেটে যাওয়ার মতো ভয়াবহ ইনজুরিতে পড়েন। ঘটনাস্থলেই ব্যথায় কাতর হয়ে মাঠ ছাড়েন তিনি এবং পরে হাসপাতালে ভর্তি করা হয়।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছিল, আইয়ারের অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছিল।
বৃহস্পতিবার প্রথমবারের মতো নিজের শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দেন ৩০ বছর বয়সী এই ক্রিকেটার।
আইয়ার লেখেন, “আমি এখন পুনরুদ্ধারের প্রক্রিয়ায় আছি এবং প্রতিদিন একটু একটু করে ভালো হচ্ছি। আমার প্রতি যেভাবে সবার ভালোবাসা ও শুভেচ্ছা পেয়েছি, তার জন্য আমি কৃতজ্ঞ। আপনাদের চিন্তায় রাখার জন্য ধন্যবাদ।”
ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব মঙ্গলবার সাংবাদিকদের জানান, ডাক্তার ও ফিজিওথেরাপিস্টরা এই ইনজুরিকে “বিরল” বলেছেন।
তিনি বলেন, “বিরল জিনিস ঘটে বিরল প্রতিভার ক্ষেত্রেই। ঈশ্বর তার সঙ্গে আছেন, সে দ্রুতই সেরে উঠবে। আমরা ওকে আবার দলে পাব।”
শ্রেয়াস আইয়ার বর্তমানে ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডে নেই। শুক্রবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে ভারত। ক্যানবেরায় প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।
