Friday, July 18, 2025
Homeজাতীয়প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে শরমিন আহমদ ও সোহেল তাজের সৌজন্য সাক্ষাৎ

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে শরমিন আহমদ ও সোহেল তাজের সৌজন্য সাক্ষাৎ

তাজউদ্দীন আহমদের সন্তানদের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠিত হয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের কন্যা শরমিন আহমদ এবং একমাত্র পুত্র তানজিম আহমদ সোহেল তাজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এই তথ্য জানান।

পোস্টে শরমিন, সোহেল তাজ ও আরও একজন ব্যক্তির সঙ্গে প্রধান উপদেষ্টার তোলা একটি ছবিও শেয়ার করেন তিনি।

তবে, বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

তাজউদ্দীন আহমদের পরিবারের এই সৌজন্য সাক্ষাৎকে অনেকেই ইতিবাচক দৃষ্টিতে দেখছেন। তবে সরকারি কোনো বিবৃতি এখনো দেওয়া হয়নি।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিয়মিত বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিত্বের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে। এই ধারাবাহিকতায় তাজউদ্দীন পরিবারের এই সাক্ষাৎকে একটি গুরুত্বপূর্ণ সামাজিক সৌজন্য বিনিময় হিসেবে দেখা হচ্ছে।

RELATED NEWS

Latest News