দুটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে জাতীয় দলে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার শমিত সোম। মঙ্গলবার রাত ১১টা ৩৫ মিনিটে তিনি ঢাকায় এসে পৌঁছান। আগামী ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ এবং ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।
কানাডার ক্লাব ক্যাভালরি এফসির হয়ে খেলা শমিত সোমবার একটি লিগ ম্যাচে অংশ নিয়েই সরাসরি ঢাকার বিমান ধরেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটির সদস্য মো. মঞ্জুরুল করিম।
এদিকে, প্রধান কোচ হাভিয়ের কাবরেরার নেতৃত্বে জাতীয় দল বুধবার সন্ধ্যায় জাতীয় স্টেডিয়ামে ফ্লাডলাইটের আলোয় অনুশীলন করবে। পরদিন রাত ৮টায় নেপালের বিপক্ষে ম্যাচ থাকায়, কাবরেরা চূড়ান্ত অনুশীলনটি ম্যাচের সময়ের সঙ্গে মিল রেখে সন্ধ্যায় করতে চান।
সবকিছু ঠিকঠাক থাকলে, বিকেলে কিছুটা বিশ্রাম নিয়ে শমিত অনুশীলনে যোগ দেবেন। ২৮ বছর বয়সী এই মিডফিল্ডারের শারীরিক অবস্থার ওপর নির্ভর করে নেপালের বিপক্ষে মাঠে নামার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে তিনি দ্বিতীয়ার্ধের বিকল্প হিসেবে খেলতে পারেন।
অন্যদিকে, ফুটবল ফেডারেশনের অভ্যন্তরীণ অস্থিরতার মধ্যেই নেপাল দল মঙ্গলবার বিকেলে ঢাকায় এসে পৌঁছেছে। সফরকারীরা বৃহস্পতিবারের প্রীতি ম্যাচের আগে বুধবার সন্ধ্যায় ম্যাচ ভেন্যুতে অনুশীলন করবে।
