Thursday, October 30, 2025
HomeUncategorizedআবারও একসঙ্গে শাকিব খান ও ইধিকা পাল, আসছে নতুন সিনেমা ‘প্রিন্স’

আবারও একসঙ্গে শাকিব খান ও ইধিকা পাল, আসছে নতুন সিনেমা ‘প্রিন্স’

‘প্রিয়তমা’ ও ‘বারবাদ’-এর পর এবার ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে নতুন জুটি

‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ঢাকার দর্শকদের মন জয় করেছিলেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। এরপর ‘বারবাদ’ ছবিতেও প্রশংসা কুড়িয়েছেন তিনি। এবার আবারও ঢালিউডের সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন এই অভিনেত্রী।

আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে নির্মিতব্য নতুন সিনেমা ‘প্রিন্স’-এ শাকিব খানের নায়িকা হিসেবে দেখা যাবে ইধিকা পালকে।

প্রযোজনা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইধিকাকে ইতিমধ্যেই ছবির নায়িকা হিসেবে চূড়ান্ত করা হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলেও আনুষ্ঠানিক ঘোষণা দিতে প্রযোজক পক্ষ কিছুটা সময় নিচ্ছে।

‘প্রিন্স’ সিনেমার সঙ্গে যুক্ত এক সূত্র জানায়, ইধিকা পলের সঙ্গে প্রায় ২৮ লাখ টাকায় চুক্তি সম্পন্ন হয়েছে, যার মধ্যে ১৫ লাখ টাকা আগাম প্রদান করা হয়েছে।

ঢাকা শহরের নব্বই দশকের আন্ডারওয়ার্ল্ড ঘিরে নির্মিত হচ্ছে ‘প্রিন্স’। ছবিটি পরিচালনা করছেন আবু হায়াত। গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, চিত্রনাট্য লিখেছেন তিনিই, সহলেখক হিসেবে রয়েছেন মোহাম্মদ নাজিম উদ্দিন।

এদিকে শাকিব খান বর্তমানে ‘সোলজার’ সিনেমার কাজে ব্যস্ত, যেখানে তাঁর বিপরীতে অভিনয় করছেন তানজিন তিশা। অন্যদিকে ইধিকা পাল এখন লন্ডনে ‘প্রজাপতি ২’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন।

সব কিছু ঠিক থাকলে ঈদুল ফিতরে ‘প্রিন্স’ মুক্তি পাবে বলে জানা গেছে।

RELATED NEWS

Latest News