Tuesday, July 8, 2025
Homeজাতীয়ঢাকায় শহীদ জুনাইদ চত্বর ও শহীদ আনাস সড়ক উদ্বোধন, শহীদ পরিবারের দাবি...

ঢাকায় শহীদ জুনাইদ চত্বর ও শহীদ আনাস সড়ক উদ্বোধন, শহীদ পরিবারের দাবি জুলাই চার্টার বাস্তবায়ন

জুলাই আন্দোলনের দুই শহীদকে স্মরণ করে এলজিআরডি উপদেষ্টার অঙ্গীকার, পরিবারের দাবি ‘জুলাই চার্টার’ বাস্তবায়ন

ঢাকার গেন্ডারিয়া এলাকায় সোমবার এক অনুষ্ঠানে “শহীদ জুনাইদ চত্বর” ও “শহীদ শাহরিয়ার খান আনাস সড়ক”-এর নামফলক উন্মোচন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) উপদেষ্টা আসিফ মাহমুদ। ধুপখোলা মাঠ সংলগ্ন এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে তিনি দুই শহীদকে স্মরণ করে তাঁদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

নবনির্ধারিত “শহীদ জুনাইদ চত্বর” শহীদ মেহেদী হাসান জুনাইদ এবং “শহীদ আনাস সড়ক” শহীদ শাহরিয়ার খান আনাসের স্মৃতিকে বহন করবে। উভয়েই ২০২৪ সালের ৫ আগস্টের জুলাই আন্দোলনে চাঁখারপুলে শহীদ হন।

অনুষ্ঠানে আসিফ মাহমুদ বলেন, “আমি সেই ভয়াবহ সকালের প্রত্যক্ষদর্শী। চাঁখারপুলে আমরা যখন পুলিশ ও এপিবিএনের ব্যারিকেড ভেঙে শহীদ মিনারের দিকে মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছিলাম, তখনই গুলিবর্ষণ শুরু হয়। সেদিন জুনাইদ, আনাসসহ অনেকেই শহীদ হন।”

তিনি আরও বলেন, “তাদের রক্ত বৃথা যাবে না। তারা যে বাংলাদেশ চেয়েছিল, আমরা সেই স্বপ্ন বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ। কোনো ফ্যাসিস্ট শাসনব্যবস্থাকে টিকিয়ে রাখতে আর যেন কারো জীবন দিতে না হয়, তা নিশ্চিত করতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

আসিফ মাহমুদ দেশের জনগণের টাকায় পরিচালিত বাহিনী কর্তৃক এ ধরনের ঘটনার দায় এড়ানোর সংস্কৃতি বন্ধে কাঠামোগত সংস্কারের আহ্বান জানান। তিনি বলেন, “এই গণহত্যার সুবিচার এবং রাষ্ট্র কাঠামোর সংস্কার এখন সময়ের দাবি।”

অনুষ্ঠানে শহীদ আনাসের মা ও শহীদ জুনাইদের পিতা বক্তৃতা দেন। তারা অবিলম্বে “জুলাই চার্টার” ঘোষণার ও বাস্তবায়নের দাবি জানান। পাশাপাশি, শহীদদের কবর সংরক্ষণ ও স্মৃতিগুলো রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণের আহ্বান জানান।

আনাস ২০০৭ সালের ১৪ অক্টোবর জন্মগ্রহণ করেন এবং ২০২৪ সালের ৫ আগস্ট শহীদ হন। মৃত্যুর আগে মায়ের উদ্দেশে লেখা চিঠিতে তিনি লিখেছিলেন, “মা, আমি মিছিলে যাচ্ছি।” এটি তার শেষ কথা ছিল।

অন্যদিকে, জুনাইদ জন্মগ্রহণ করেন ২০০৯ সালের ৮ অক্টোবর এবং একই দিনে চাঁখারপুলে মিছিল করতে গিয়ে শহীদ হন।

এই নামকরণ অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা, শহীদদের সহযোদ্ধা এবং বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

RELATED NEWS

Latest News