Tuesday, July 15, 2025
Homeরাজনীতিশাহবাগ থেকে এনসিপির ঘোষণা: সারা দেশে গণজমায়েত শনিবার

শাহবাগ থেকে এনসিপির ঘোষণা: সারা দেশে গণজমায়েত শনিবার

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তিন দফা দাবি; আন্দোলনের নতুন পর্যায় ঘোষণা করলেন হাসনাত আবদুল্লাহ

আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে সারা দেশে গণজমায়েতের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ শুক্রবার রাতে রাজধানীর শাহবাগে চলমান অবস্থান কর্মসূচি থেকে এই কর্মসূচির ঘোষণা দেন।

তিনি বলেন, “আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত আছে। ২৫ ঘণ্টা অতিক্রম করেছে। আমরা জানি না এর শেষ কোথায়। যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়, ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে।”

হাসনাত আবদুল্লাহ আরও জানান, শনিবার বিকেল তিনটায় শাহবাগে কেন্দ্রীয় গণজমায়েত অনুষ্ঠিত হবে। এর পাশাপাশি সারা দেশের বিভিন্ন ‘জুলাই পয়েন্টে’—যেসব জায়গায় এর আগে আন্দোলন হয়েছে—সেখানেও গণজমায়েতের আয়োজন করা হবে।

আরও পড়ুন: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে বিক্ষোভ, ফের মার্চের হুঁশিয়ারি

এনসিপি ইতোমধ্যেই তিন দফা দাবি উপস্থাপন করেছে।
১. আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা
২. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে দলগত বিচার কার্যকর করা
৩. ‘জুলাইয়ের ঘোষণাপত্র’ জারি করা

হাসনাতের ভাষায়, “এই লড়াই হচ্ছে বাংলাদেশপন্থী বনাম ফ্যাসিবাদপন্থী লড়াই।”

এই প্রতিবেদন প্রকাশ পর্যন্ত আওয়ামী লীগের পক্ষ থেকে এই দাবিগুলোর বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

RELATED NEWS

Latest News