৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ফলাফল শুক্রবার সন্ধ্যায় ঘোষণা করা হয়। এ বছর বিশেষ গুরুত্ব পেলেন বলিউডের দুই আইকন শাহরুখ খান ও রানী মুখার্জি। দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবারের মতো তারা জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হলেন।
তিন দশকেরও বেশি সময় ধরে ভারতীয় সিনেমার শীর্ষস্থানে থাকা শাহরুখ খান আগে পাদ্মশ্রী এবং ফ্রান্সের দুটি উচ্চতম নাগরিক সম্মাননা পেয়েছেন। কিন্তু অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার এটাই তাঁর প্রথম। রানী মুখার্জিও তার শক্তিশালী অভিনয়ের জন্য প্রথমবারের মতো এই সম্মান লাভ করলেন।
এ বছর সেরা হিন্দি ফিচার চলচ্চিত্র নির্বাচিত হয় ‘১২ তম ফেল’, যা প্রযোজনা ও পরিচালনা করেছেন বিদ্যু বিনোদ চোপড়া। সেরা অভিনেতা বিভাগে শাহরুখ খান (জাওয়ান) এবং বিক্রান্ত মাসি (১২ তম ফেল) যৌথভাবে পুরস্কার অর্জন করেন।
রানী মুখার্জি ‘মিসেস চ্যাটার্জি ভিএস নরওয়ে’ সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী নির্বাচিত হন। এছাড়া সানিয়া মালহোত্রাও ‘কাঠাল’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী হিসেবে সম্মানিত হন।
সুদীপ্ত সেন সেরা পরিচালক পুরস্কার পান ‘দ্য কেরালা স্টোরি’ এর জন্য। বিজয় রাঘবন (‘ফুলকালম’) এবং মথুপেট্টাই সামু ভাস্কর (‘পার্কিং’) সেরা সহকারী অভিনেতার পুরস্কার পান। সহকারী অভিনেত্রী বিভাগে জানকি বাদিওয়ালা (‘ভাস’) এবং উরবশী (‘উল্লোজুকু’) পুরস্কৃত হন।
করন জোহরের ‘রকি আওর রানী কি প্রেম কাহানি’ জনপ্রিয় বিনোদনধর্মী চলচ্চিত্রের শ্রেষ্ঠ নৃত্যনাট্য পুরস্কার জয় করে। ‘কাঠাল: এ জ্যাকফ্রুট মিস্ট্রি’ নির্বাচিত হয় সেরা হিন্দি চলচ্চিত্র হিসেবে।
আঞ্চলিক বিভাগে বাংলা চলচ্চিত্র ‘দীপফ্রিজ’ সেরা বাংলা চলচ্চিত্র নির্বাচিত হয়। এর পরিচালক অর্জুন দত্ত ও অভিনয় করেছেন আবির চ্যাটার্জি এবং তনুশ্রী চক্রবর্তী। মেঘনা গুলজারের ‘সাম বাহাদুর’ জাতীয় ও সামাজিক মূল্যবোধের জন্য পুরস্কৃত হয়। ‘দ্য কেরালা স্টোরি’ সেরা সিনেমাটোগ্রাফি পুরস্কার পায়।
সেরা সংলাপ রচনা পুরস্কার পায় ‘সিরফ এক বন্দা কাফি হ্যায়’। সেরা পুরুষ প্লেব্যাক গায়ক হিসেবে পুরস্কৃত হন পিভিএন রোহিত ‘প্রেমিষ্ঠুন্না’ গানটির জন্য। সেরা সঙ্গীত পরিচালক পুরস্কার জিতে নেন জিভি প্রকাশ কুমার ‘ভাথি’ চলচ্চিত্রের জন্য। সেরা মেকআপ পুরস্কার পায় ‘সাম বাহাদুর’।
শিল্পা রাও ‘চালেয়া’ গানের জন্য সেরা নারী প্লেব্যাক গায়ক হন। সেরা গীতিকার পুরস্কার পান স্বনন্দ কিরকিরে ‘ফ্যান্ড্রি’ ছবির জন্য। ‘রকি আওর রানী কি প্রেম কাহানি’ থেকে ‘ধিন্দোরা বাজে রে’ গানের জন্য সেরা নৃত্যনাট্য পুরস্কার পান বৈভবি মার্চেন্ট। ‘সাম বাহাদুর’ চলচ্চিত্র সেরা পোশাক ডিজাইনের পুরস্কারও অর্জন করে।
এবারের পুরস্কার ঘোষণা ভারতীয় সিনেমার বিভিন্ন শাখায় প্রতিভাবান শিল্পীদের স্বীকৃতি দেয়ার সঙ্গে দেশীয় ও আঞ্চলিক সিনেমার গুরুত্বকেও ফুটিয়ে তোলে।