Monday, November 10, 2025
Homeবিনোদনশাহরুখ খানের ‘কিং’ ৩৫০ কোটি রুপির বাজেটে বিশাল আঙ্গিকে, পরিচালনায় সিদ্ধার্থ আনন্দ

শাহরুখ খানের ‘কিং’ ৩৫০ কোটি রুপির বাজেটে বিশাল আঙ্গিকে, পরিচালনায় সিদ্ধার্থ আনন্দ

বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী ভারতের অন্যতম ব্যয়বহুল অ্যাকশন ছবি হিসেবে ধরা হচ্ছে ‘কিং

শাহরুখ খানের আসন্ন ছবি ‘কিং’ দিনকে দিন বড় পরিসর পাচ্ছে। বিনোদনভিত্তিক ওয়েবসাইট বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে বলা হয়েছে, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই অ্যাকশন থ্রিলারটি ভারতের অন্যতম বৃহৎ ও ব্যয়বহুল অ্যাকশন সিনেমা হিসেবে তৈরি হচ্ছে। ছবিটির প্রযোজনা বাজেট প্রায় ৩৫০ কোটি রুপি। এতে প্রচার ও অন্যান্য অতিরিক্ত খরচ অন্তর্ভুক্ত নয়।

প্রতিবেদনটি একটি সূত্রের বরাতে জানায়, ‘কিং’ শুরুতে অ্যাকশন থ্রিলার ঘরানায় সুজয় ঘোষের পরিচালনায় এসআরকের একটি এক্সটেন্ডেড ক্যামিও নিয়ে পরিকল্পিত ছিল এবং তখন বাজেট ছিল প্রায় ১৫০ কোটি রুপি। তবে চিত্রনাট্যে বিস্তারের সুযোগ থাকায় স্কেল বড় করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধার্থ আনন্দ যুক্ত হওয়ার পর শাহরুখ খান প্রযোজক হিসেবে বৃহৎ পরিসরে দর্শকদের দৃষ্টিনন্দন ভিজ্যুয়াল উপহার দিতে স্বাধীনতা দেন পরিচালককে। এরপর পরিচালক প্রায় ৩৫০ কোটির বাজেটে ফিরে আসেন এবং নজিরবিহীন অ্যাকশন সিকোয়েন্স পরিকল্পনা করেন।

সূত্রটি আরও জানায়, ‘কিং’ ভারতেই নির্মিত একটি গ্লোবাল ফিল্ম হিসেবে ভাবা হচ্ছে। হলিউডে যেসব অ্যাকশন দৃশ্য নির্মাণে বিপুল অর্থ লাগে, তার এক-পঞ্চমাংশ ব্যয়ে সে মান অর্জনের লক্ষ্য নিয়েই এগোচ্ছেন সিদ্ধার্থ আনন্দ।

ভক্তদের জন্য চমক হিসেবে শাহরুখ খানের ৬০তম জন্মদিনে ২ নভেম্বর ‘কিং’ এর টিজার উন্মোচন করা হয়। ছবির মুক্তি-তারিখ বা অতিরিক্ত কাস্টিং সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা এখনও জানা যায়নি।

নির্মাতা ও প্রযোজনা পক্ষের পক্ষ থেকে বাজেট ও স্কেল নিয়ে আনুষ্ঠানিক মন্তব্যও আসেনি। তবে প্রতিবেদন অনুযায়ী, ছবিটি ভারতের বাণিজ্যিক সিনেমায় প্রযুক্তি ও অ্যাকশনের মানদণ্ড নতুনভাবে নির্ধারণ করতে পারে।

RELATED NEWS

Latest News