সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জের সাদা পাথর শুক্রবার থেকে আবারও সর্বসাধারণের জন্য উন্মুক্ত হচ্ছে। সাময়িক বন্ধ থাকার পর কম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার এক সরকারি বিজ্ঞপ্তিতে কম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুননাহার এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, “খারাপ আবহাওয়া এবং পর্যটকদের নিরাপত্তার কারণে ভোলাগঞ্জের সাদা পাথর এলাকায় যে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, তা ৬ জুন ২০২৫ শুক্রবার থেকে প্রত্যাহার করা হলো। উপজেলা পর্যটন উন্নয়ন কমিটির সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
এর আগে টানা ভারি বৃষ্টি ও হঠাৎ বন্যার কারণে গত শুক্রবার পর্যটন এলাকা সাদা পাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। পানির উচ্চতা বেড়ে যাওয়ায় নৌচলাচল ব্যাহত হয় এবং দর্শনার্থীদের নিরাপত্তা হুমকির মুখে পড়ে।
প্রশাসনের পক্ষ থেকে তৎকালীন সময়ে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এলাকাটি বন্ধ থাকবে।
তবে বৃহস্পতিবার সকাল থেকে সিলেটে আবহাওয়া শুষ্ক রয়েছে। যদিও সুরমা ও কুশিয়ারা নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
কানাইঘাটে সুরমা নদী বিপদসীমার ৮২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে আমলসিদ, শেওলা ও ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদী যথাক্রমে ১৬৫, ৪৩ ও ৬৭ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।
পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন সর্তক রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এছাড়া নতুন করে বন্যা বা প্রবল বর্ষণের সম্ভাবনা না থাকায় এলাকাটি পুনরায় উন্মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।