জনপ্রিয় হলিউড হরর ফ্র্যাঞ্চাইজি ‘স্ক্রিম’ নিয়ে প্রকাশিত হতে যাচ্ছে নতুন একটি বই। সাংবাদিক ও লেখক অ্যাশলি কালিন্স রচিত বইটির নাম ‘ইউর ফেভারিট স্কেয়ারি মুভি’, যা ১৯ আগস্ট পেঙ্গুইন র্যান্ডম হাউস থেকে প্রকাশিত হবে।
বইটির অডিও সংস্করণে ভয়েস দিচ্ছেন রজার এল জ্যাকসন, যিনি স্ক্রিম সিনেমায় আইকনিক ভিলেন চরিত্র ‘গোস্টফেস’-এর ভয়ঙ্কর কণ্ঠস্বরের জন্য পরিচিত।
বইটিতে থাকছে স্ক্রিম ফ্র্যাঞ্চাইজির পেছনের অজানা ইতিহাস ও তথ্যবহুল বিশ্লেষণ। এতে স্থান পেয়েছে নেভ ক্যাম্পবেল, কোর্টনি কক্স, ডেভিড আর্কেট, কেভিন উইলিয়ামসন এবং রজার জ্যাকসনসহ ৮০ জনেরও বেশি গুরুত্বপূর্ণ চরিত্রের একান্ত সাক্ষাৎকার।
এক বিবৃতিতে রজার এল জ্যাকসন বলেন, “এই অডিওবুকটি পড়ে আমি যেমন আনন্দ পেয়েছি, আশাকরি শ্রোতারাও তেমনটাই পাবেন। এত গভীরতা ও ব্যঞ্জনাসম্পন্ন লেখা, অনেক তথ্য ও গল্প আগে জানতাম না। স্ক্রিম প্রেমীদের জন্য এটি অপরিহার্য শোনার বিষয়।”
তিনি আরও যোগ করেন, “ফিল্মপ্রেমীদের জন্য এই অডিওবুক পড়া আমার জন্য সম্মানের বিষয়, বিশেষ করে তাদের জন্য যারা আমার মতো অডিওবুক উপভোগ করেন।”
‘স্ক্রিম’ সিনেমা সিরিজ বিশ্বব্যাপী প্রায় ১ বিলিয়ন ডলার আয় করেছে। আগামী ফেব্রুয়ারিতে এই সিরিজের সপ্তম সিনেমা মুক্তির কথা রয়েছে।
বইটির মাধ্যমে স্ক্রিম সিনেমার দীর্ঘ ইতিহাস, চরিত্র নির্মাণের নেপথ্য কাহিনি ও হরর ঘরানার পুনরুজ্জীবনের চিত্র উঠে আসবে বলে আশা প্রকাশ করেছেন লেখক ও প্রযোজকরা।
সিনেমাপ্রেমীদের জন্য এটি হতে পারে এক অনন্য তথ্যভাণ্ডার, যেখানে জনপ্রিয়তার আড়ালে লুকিয়ে থাকা গল্পগুলো শুনতে পাওয়া যাবে প্রিয় চরিত্রগুলোর মুখ থেকেই।