সাভার মডেল থানার পুলিশ ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় মাছ ব্যবসায়ী নবি নূর মোরল হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৪ জনের বিরুদ্ধে প্রথম অভিযোগপত্র আদালতে দাখিল করেছে।
শুক্রবার (২৪ অক্টোবর) ঢাকার প্রধান বিচারিক হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক ফয়সল আলম এই অভিযোগপত্র জমা দেন।
অভিযুক্তদের মধ্যে আছেন শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, ডা. এনামুর রহমান এবং অ্যাডভোকেট কামরুল ইসলাম।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ২০ জুলাই সাভারের ওয়াপদা রোড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশে অংশ নেন নবি নূর মোরল। অভিযোগ অনুযায়ী, শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও ওবায়দুল কাদেরের প্ররোচনায় ডা. এনামুর রহমান, মঞ্জুরুল আলম রাজীব ও হাজী আবদুল গনির নেতৃত্বে অন্য অভিযুক্তরা পিস্তল, শটগান ও দেশীয় অস্ত্র নিয়ে সমাবেশে গুলি চালান।
তদন্তে বলা হয়, মঞ্জুরুল আলম রাজীবের পিস্তলের একটি গুলি নবি নূর মোরলের পেটে আঘাত করে এবং অপর পাশ দিয়ে বেরিয়ে যায়। পরে তাকে সাভারের এনাম মেডিকেল হাসপাতালে নেওয়া হলে পরদিন তার মৃত্যু হয়।
নবি নূর মোরলের স্ত্রী আকলিমা বেগম ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর মামলাটি দায়ের করেন। দীর্ঘ এক বছরের তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র দাখিল করে জানায়, “অভিযুক্ত ১১৪ জনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে।”
বাদী আকলিমা বেগম অভিযোগপত্র দাখিলে সন্তোষ প্রকাশ করে বলেন, তিনি এই হত্যার বিচার চান।
