Thursday, October 30, 2025
Homeজাতীয়ঢাকায় সৌদি আরবের ‘হাদি ও কোরবানি প্রাণী প্রকল্প’ উদ্বোধন

ঢাকায় সৌদি আরবের ‘হাদি ও কোরবানি প্রাণী প্রকল্প’ উদ্বোধন

বাংলাদেশের ৬৪ জেলায় ৩৭২ টন কোরবানির মাংস বিতরণ করবে সৌদি সরকার

বাংলাদেশে দরিদ্র মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণের লক্ষ্যে ‘হাদি ও কোরবানি প্রাণী প্রকল্প’ উদ্বোধন করেছে সৌদি আরব। বুধবার ঢাকায় সৌদি দূতাবাসে এই প্রকল্পের উদ্বোধন করেন বাংলাদেশের জন্য নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের বিন আবিয়াহ।

প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে উদহিয়া প্রজেক্টের সহযোগিতায় এবং মক্কা নগরী ও পবিত্র স্থানগুলোর রয়্যাল কমিশনের তত্ত্বাবধানে। এর মাধ্যমে ৪০,০০০ কোরবানি প্রাণী, অর্থাৎ প্রায় ৩৭২ টন মাংস বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে, যা দেশের ৬৪টি প্রশাসনিক জেলায় বিতরণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. আব্দুর রশিদ, উপপরিচালক জাহাঙ্গীর, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া উইংয়ের পরিচালক মোস্তফা জামিল খান, সৌদি উপ-রাষ্ট্রদূত ইব্রাহিম আল-আহমারি এবং উদহিয়া প্রজেক্টের প্রতিনিধি আহমেদ আল-জাহরানি। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানের অংশ হিসেবে চট্টগ্রাম অঞ্চলেও কোরবানির মাংস বিতরণ কার্যক্রম চালু করা হয়, যেখানে উপস্থিত ছিলেন আহমেদ আল-জাহরানি, জাহাঙ্গীর এবং ঢাকাস্থ সৌদি দূতাবাসের প্রতিনিধি ইয়াসের শেশা।

এই উদ্যোগ সৌদি আরবের দীর্ঘদিনের মানবিক ও ত্রাণ কার্যক্রমের ধারাবাহিকতা বহন করে, যার মাধ্যমে বিশ্বের ২৫টিরও বেশি দেশের অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী কোরবানির মাংস পেয়ে থাকে।

RELATED NEWS

Latest News