Monday, July 7, 2025
Homeরাজনীতিরাজশাহীতে সারজিস আলমের হুঁশিয়ারি, স্বপ্ন অপূর্ণ থাকায় এনসিপির লড়াই চলবে

রাজশাহীতে সারজিস আলমের হুঁশিয়ারি, স্বপ্ন অপূর্ণ থাকায় এনসিপির লড়াই চলবে

জুলাই পদযাত্রার রাজশাহী পর্ব শেষে এনসিপি নেতার হুঁশিয়ারি, ‘আর কোনো একনায়কতা নয়’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় প্রধান সংগঠক সারজিস আলম বলেছেন, “৫ আগস্টে যে স্বপ্ন আমরা দেখেছিলাম, তা এখনো পূরণ হয়নি।”

রবিবার সন্ধ্যায় রাজশাহী শহরের সাহেব বাজার জিরো পয়েন্টে জুলাই মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির রাজশাহী পর্বের সমাপ্তি অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এতে কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।

সারজিস বলেন, “২০২৪ সালের জুলাই পার হয়েছে, আরেকটি নতুন জুলাই এসেছে, কিন্তু আমাদের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। শহীদদের প্রতি আমাদের দায় এখনো রয়ে গেছে। যতদিন না সেই স্বপ্ন বাস্তবায়িত হয়, ততদিন পর্যন্ত জুলাই থাকবে, আন্দোলন চলবে। সেই জন্যই আমরা ৬৪ জেলায় যাচ্ছি।”

আওয়ামী লীগ সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, “যেখানে সবার কথা বলা যেত, সেখানে শেখ হাসিনার বিষয়ে কিছু বললেই অপরাধ। তাঁকে ফেরেশতার ওপরে তোলা হয়েছিল, এরপর তিনি হয়ে গেলেন ফেরাউন, তারপর একনায়কে পরিণত হলেন।”

তিনি আরও বলেন, “ভবিষ্যতের বাংলাদেশে কোনো নেতা বা দল প্রশ্নের ঊর্ধ্বে থাকবে না। বড় দল বা বড় নেতা হলেও প্রশ্নবিদ্ধ হতে হবে।”

প্রশাসনকে সতর্ক করে সারজিস বলেন, “পুলিশ, ডিসি, এসপি, ইউএনও, ওসি—আপনারা যদি সততার সঙ্গে দায়িত্ব পালন করেন, তা প্রশংসনীয়। কিন্তু যদি কোনো দলের হাতিয়ার হয়ে ওঠেন, তাহলে আওয়ামী লীগের আমলে যারা হয়েছিল, তাদের মতো পরিণতি আপনাদেরও হবে।”

“এই দেশে তোষামোদকারীদের আর ঠাঁই হবে না,” বলেন তিনি।

উত্তরাঞ্চলের বৈষম্যের কথা উল্লেখ করে তিনি বলেন, “এই অঞ্চল দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। ভবিষ্যতে যদি এনসিপি সরকারেও আসে, কোনো বৈষম্য গ্রহণযোগ্য হবে না।”

সারজিস বলেন, “চাঁদাবাজ হোক বা ভূমিদস্যু—অপরাধী অপরাধীই থাকে। সিন্ডিকেট নেতা মানেই রক্তচোষা। তাদের বিরুদ্ধে সবাইকে একসঙ্গে লড়তে হবে। না হলে আরও অনেক একনায়ক জন্ম নেবে। আমরা আর কোনো একনায়কের উত্থান হতে দেব না।”

রাজশাহীতে এই বক্তব্যের মাধ্যমে জুলাই পদযাত্রার উত্তরাঞ্চলীয় কার্যক্রমের এক গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ করল এনসিপি। নেতারা জানিয়েছেন, আগামী দিনে অন্যান্য বিভাগেও একইভাবে জনগণের সঙ্গে সংযোগ স্থাপন অব্যাহত থাকবে।

RELATED NEWS

Latest News