Thursday, June 12, 2025
Homeরাজনীতিভোট নয়, ভালো মানুষকে বেছে নিতে দিনাজপুরবাসীকে আহ্বান সারজিস আলমের

ভোট নয়, ভালো মানুষকে বেছে নিতে দিনাজপুরবাসীকে আহ্বান সারজিস আলমের

দিনাজপুর, ২৮ মে, ২০২৫ (ডেপ্রবা) : দিনাজপুরের ঘোড়াঘাটে এক জনসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম বলেন, “ভোট দেওয়ার সময় কোনো প্রতীক নয়, ভালো মানুষ দেখেই ভোট দিন।” জনগণকে উদ্দেশ করে তিনি বলেন, “ভালো মানুষের হাতে ক্ষমতা গেলে তা জনগণের কল্যাণে ব্যবহৃত হয়, আর খারাপ মানুষের হাতে ক্ষমতা গেলে তা হয় শোষণের অস্ত্র।”

তিনি বলেন, “আমরা এখানে ভোট চাইতে আসিনি, এসেছি ভালো মানুষদের পাশে থাকার আহ্বান জানাতে। ঘোড়াঘাট এগিয়ে গেলে দিনাজপুর এগিয়ে যাবে, আর দিনাজপুর এগিয়ে গেলে বাংলাদেশ এগিয়ে যাবে।”

সারজিস আলম তার বক্তব্যে স্থানীয় ইস্যুগুলোও তুলে ধরেন। তিনি জানান, নদী ড্রেজিং এবং অবৈধ ড্রেজার ব্যবসা, ভূমি দখল, বন উজাড় এবং সেনাবাহিনীর নির্দিষ্ট প্রকল্প নিয়ে জনগণের মতবিরোধ নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।

তিনি বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে সত্য বলার সাহস থাকবে, খারাপকে খারাপ বলা যাবে। না হলে সেই খারাপ মানুষ একদিন আপনার মাথায় বসে শোষণ করবে।”

জনগণের ভোটাধিকার প্রসঙ্গে তিনি বলেন, “যে ব্যক্তি নির্বাচনের আগে এক হাজার টাকা দিয়ে ভোট কেনে, সে পরবর্তী পাঁচ বছরে হাজার হাজার টাকা লুট করে নেয়। ভোট কেনা নয়, অধিকার ও ন্যায়ের পক্ষে ভোট দিন।”

তার ভাষণে বারবার উঠে আসে নতুন প্রজন্মের দায়িত্ব ও আশা। তিনি বলেন, “শেখ হাসিনার মতো স্বৈরাচার পতনের নেতৃত্ব দিয়েছে যারা, তাদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। তারাই আগামীর বাংলাদেশ গড়তে পারবে।”

শেষে তিনি অনুরোধ করেন, “আপনার উপজেলায় যেই দলেরই হোক না কেন, যারা চাঁদাবাজ, দখলদার, দুর্নীতিবাজ—তাদের নাম ও ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করুন। যেন তারা আর মাথা উঁচু করে হাঁটতে না পারে।”

সারজিস আলমের বক্তব্যে জনগণের অংশগ্রহণমূলক গণতন্ত্র, প্রজন্মনির্ভর নেতৃত্ব, দুর্নীতি প্রতিরোধ এবং সত্য-ন্যায়ের পক্ষে রাজনৈতিক সংস্কৃতির আহ্বান স্পষ্টভাবে প্রতিফলিত হয়। তিনি আশা প্রকাশ করেন, সত্যিকারের পরিবর্তনের জন্য সবাই একসাথে কাজ করলে বাংলাদেশ হবে সত্যিকারের ভালো মানুষের নেতৃত্বের বাংলাদেশ।

RELATED NEWS

Latest News