সালমান খান অভিনীত বহু প্রতীক্ষিত সিনেমা ‘সিকান্দার’ প্রত্যাশা পূরণে ব্যর্থ হলেও, তার পরবর্তী প্রজেক্ট ঘিরে ভক্তদের আগ্রহের কমতি ছিল না। সেই জল্পনায় এবার নিজেই ইতি টানলেন বলিউডের এই সুপারস্টার।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় ‘ব্যাটল অব গালওয়ান’ ছবির প্রথম লুক পোস্টার প্রকাশ করেছেন সালমান খান। ২০২০ সালে ভারতের লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চীন সামরিক সংঘর্ষের বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবির পরিচালক অপূর্ব লাখিয়া। সালমানের সঙ্গে এখানে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে চিত্রাঙ্গদা সিংকেও।
প্রকাশিত পোস্টারে দেখা যাচ্ছে, ঘন গোঁফে, সেনাবাহিনীর পোশাকে এবং হাতে কাঁটাতারের একটি স্টাফ নিয়ে দাঁড়িয়ে আছেন সালমান। তাঁর কপাল থেকে গড়িয়ে পড়া রক্তের রেখা চোখে-মুখে এক দৃঢ়তা ফুটিয়ে তুলেছে, যা চরিত্রটির গভীরতা এবং জাতীয়তার আবেগকেই প্রতিনিধিত্ব করছে।
বলিউড সূত্রে খবর, ছবিতে সালমান অভিনয় করবেন শহীদ কর্নেল বি সন্তোষ বাবুর চরিত্রে, যিনি গালওয়ান সংঘর্ষে প্রাণ হারান। পরিচালক অপূর্ব লাখিয়া এর আগে ‘হাসিনা পার্কার’ ও ‘শুটআউট অ্যাট লোকান্ডওয়ালা’-র মতো বাস্তবভিত্তিক অ্যাকশন সিনেমা নির্মাণ করে প্রশংসা পেয়েছেন। এবার তিনি জাতীয়তাবোধে ভরপুর এক অন্যধরনের গল্প নিয়ে হাজির হতে চলেছেন।
সালমান খান সবসময় তার বলিষ্ঠ এবং পুরুষালি চরিত্রের জন্যই দর্শকদের কাছে জনপ্রিয়। ‘ব্যাটল অব গালওয়ান’ সেই ইমেজকে আরও শক্তিশালী করে তুলবে বলেই মনে করছেন ইন্ডাস্ট্রির অনেকেই। ইতিমধ্যেই অনেকে বলছেন, এটি সালমান খানের জন্য একটি ‘কমব্যাক’ সিনেমা হতে চলেছে, যা ‘সিকান্দার’-এর হতাশা থেকে মুক্তি দেবে।
‘ব্যাটল অব গালওয়ান’ ছাড়াও সালমান খানের সামনে রয়েছে একাধিক বড় প্রজেক্ট। রয়েছে ‘বজরঙ্গি ভাইজান’, ‘কিক’ এবং ‘আন্দাজ আপনা আপনা’র সিক্যুয়েল। পাশাপাশি সঞ্জয় দত্তের সঙ্গে ‘গঙ্গারাম’ নামক অ্যাকশনধর্মী সিনেমাতেও দেখা যেতে পারে তাকে। এছাড়া প্রখ্যাত পরিচালক সুরজ বরজাতিয়ার সঙ্গে একটি নতুন পারিবারিক সিনেমায়ও কাজ করার কথা রয়েছে, যেটি সালমানের প্রথম দিককার জনপ্রিয়তা গঠনে বড় ভূমিকা রেখেছিল।
‘ব্যাটল অব গালওয়ান’ শুধু সালমান খানের আরেকটি সিনেমা নয়, বরং এটি তার দীর্ঘ ক্যারিয়ারের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হতে চলেছে। জাতীয়তাবাদ, বাস্তব কাহিনি এবং বলিষ্ঠ অভিনয়ের সংমিশ্রণে এই সিনেমা বলিউডের বড় সাফল্য হয়ে উঠতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা।