Sunday, November 23, 2025
Homeরাজনীতিসালাহউদ্দিন আহমেদ বলেন, শেখ হাসিনার মৃত্যুদণ্ড “বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ”

সালাহউদ্দিন আহমেদ বলেন, শেখ হাসিনার মৃত্যুদণ্ড “বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ”

বিএনপি স্থায়ী কমিটির সদস্যের মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক; গণতন্ত্র রক্ষায় সতর্ক থাকার আহ্বান

বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ড “বাস্তবায়ন হবে, ইনশাআল্লাহ।” তিনি দাবি করেন, বাংলাদেশের মানুষ সেই বাস্তবায়ন প্রত্যক্ষ করবে এবং ভবিষ্যতের রাষ্ট্রনায়কেরা বুঝে রাখবে যে “এই দেশে স্বৈরশাসন ও ফ্যাসিবাদের জায়গা নেই।”

শনিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে “মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্ম: স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার সতর্ক প্রহরী” শীর্ষক এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি। আয়োজনে ছিল জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এবং মুক্তিযুদ্ধের প্রজন্ম।

সালাহউদ্দিন অভিযোগ করেন, আওয়ামী লীগ কখনোই রাজনৈতিক দল বা গণতান্ত্রিক দল ছিল না। তার ভাষায়, দলটি “গণতন্ত্রের মুখোশ পরা মাফিয়া-ফ্যাসিবাদী শক্তি।” তিনি আরও দাবি করেন, দলটি বারবার সংবিধান লঙ্ঘন করেছে, এমনকি সংসদীয় আসন থেকেও।

তিনি বলেন, গণঅভ্যুত্থান এবং অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে অর্জিত জনগণের প্রত্যাশা ছিল একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র। তিনি সতর্ক করে বলেন, বর্তমান ও ভবিষ্যতের সরকার যদি সেই প্রত্যাশা পূরণ করতে না পারে, তাহলে “ফ্যাসিবাদী রাজনীতি আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে।”
সালাহউদ্দিন গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরেন।

সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উল্ফাত। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকও বক্তব্য দেন।

RELATED NEWS

Latest News