বাংলানিউজ২৪-এর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে এই সংবাদমাধ্যমকে দেশের শীর্ষস্থানীয় অনলাইন পোর্টাল হিসেবে দেখতে চান বসুন্ধরা গ্রুপের ভাইস-চেয়ারম্যান সাফওয়ান সোবহান।
মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার প্রধান কার্যালয়ে কেক কেটে এই দিনটি উদ্যাপন করেন তিনি। এ সময় সাফওয়ান সোবহান বলেন, “বাংলানিউজ২৪-এর ১৬ বছরের অর্জনের জন্য অভিনন্দন জানাই। আশা করি একদিন এটি দেশের এক নম্বর অনলাইন সংবাদমাধ্যমে পরিণত হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলানিউজ২৪-এর ভারপ্রাপ্ত সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু, বাংলাদেশ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক আবু তাহের, নির্বাহী সম্পাদক মনজুরুল ইসলাম, প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী, ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন রিমন, রাজউকের চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের গণমাধ্যম উপদেষ্টা আবদুল বারী এবং সচিব মাসুদুর রহমান মান্না।
অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক, কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা এবং পাকিস্তান হাই কমিশনের প্রেস কাউন্সেলর ফাসিহ উল্লাহ খানসহ বিভিন্ন দেশের কূটনীতিকগণ উপস্থিত ছিলেন।
রাজউক চেয়ারম্যান বলেন, “বিশ্বব্যাপী এক নতুন বিপ্লব শুরু হয়েছে এবং এই পরিবর্তনের অগ্রভাগে আছে বাংলানিউজ২৪। আমি এর উত্তরোত্তর সাফল্য কামনা করি।”
উল্লেখ্য, ২০১০ সালের ১ জুলাই “নিউজ এন্টারটেইনমেন্ট অল দ্য টাইম” স্লোগানে ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের আওতাধীন বাংলানিউজ২৪ যাত্রা শুরু করে। ১৫ বছরের এই যাত্রায় দেশি-বিদেশি লাখো পাঠক ও শুভানুধ্যায়ীর ভালোবাসা ও আস্থায় পথ চলেছে এই পোর্টাল।
বক্তারা বলেন, নিরপেক্ষ ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে বাংলানিউজ২৪ পাঠকদের আস্থা অর্জন করেছে এবং ভবিষ্যতেও এই ধারা বজায় রাখবে বলে তারা আশা করেন।
চট্টগ্রামে বাংলা নিউজের আঞ্চলিক অফিসেও বর্ষপূর্তি পালিত হয় উৎসবমুখর পরিবেশে। কাজীর দেউরি কার্যালয়ে কেক কেটে শুরু হয় অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যসচিব জাহিদুল করিম কচি, বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান মজুমদার নাজিমুদ্দিন, কালের কণ্ঠের ব্যুরো প্রধান মোস্তফা নাঈম, ডেইলি সানের নুর উদ্দিন আলমগীর, নিউজ২৪-এর আকরাম উদ্দিন ও নয়ন বড়ুয়া জয়সহ অন্যান্যরা।
উপস্থিত নেতৃবৃন্দ ও বিশিষ্টজনেরা বাংলানিউজ২৪-এর গত ১৫ বছরের নিরপেক্ষতা ও পেশাদারিত্বের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সংবাদমাধ্যমটি যেন আরও শক্তিশালী ভূমিকা রাখতে পারে, সে প্রত্যাশা ব্যক্ত করেন।