নেপালে প্রথমবারের মতো একজন নারীকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রবিবার রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল সিনিয়র আইনজীবী সাবিতা ভান্ডারীকে এ পদে নিয়োগ দেন। প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সুপারিশে এই নিয়োগ সম্পন্ন হয়।
রাষ্ট্রপতির কার্যালয় থেকে জানানো হয়, একই দিনে সাবেক অ্যাটর্নি জেনারেল রমেশ বাদালের পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। এরপরই সাবিতা ভান্ডারীর নাম অনুমোদন দেওয়া হয়।
সাবিতা ভান্ডারী এর আগে তথ্য কমিশনের একজন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সুপরিচিত আইনবিদ কৃষ্ণপ্রসাদ ভান্ডারীর কন্যা।
রবিবার সকালে প্রধানমন্ত্রী কার্কি তাঁর নাম প্রস্তাব করেন। রাষ্ট্রপতির সম্মতি পাওয়ার পরপরই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়।
এই নিয়োগের মধ্য দিয়ে নেপালে প্রথমবারের মতো একজন নারী সর্বোচ্চ আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। এটি দেশটির বিচার ও আইন অঙ্গনে এক নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।