রাশিয়ার সাবেক পরিবহন মন্ত্রী রোমান স্তারোভয়তের মরদেহ সোমবার তার ব্যক্তিগত গাড়িতে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে। এর কয়েক ঘণ্টা আগেই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে পদ থেকে বরখাস্ত করেন। দেশটির তদন্ত সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে।
তদন্ত কমিটির বিবৃতিতে বলা হয়, “আজ ওদিনৎসোভো জেলার একটি গাড়িতে সাবেক পরিবহন মন্ত্রী রোমান স্তারোভয়তের মরদেহ গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে আত্মহত্যাই সম্ভাব্য কারণ হিসেবে ধরা হচ্ছে।”
৫৩ বছর বয়সী স্তারোভয়ত ২০২৪ সালের মে মাস থেকে পরিবহন মন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি ইউক্রেন সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। সেই সময় রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সীমান্তে সংঘর্ষ চলে।
বরখাস্ত হওয়ার পরের ঘটনাগুলো ঘিরে নানা আলোচনা শুরু হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, তার পদচ্যুতির পেছনে কুরস্ক অঞ্চলে দুর্নীতির অভিযোগ এবং সীমান্তে প্রতিরক্ষা কাজে ব্যয়ের অর্থ আত্মসাতের সম্ভাব্য মামলার সম্পর্ক থাকতে পারে।
ক্রেমলিন এক ঘোষণায় জানায়, “রোমান স্তারোভয়তকে পরিবহন মন্ত্রীর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।” তবে মৃত্যুর আগে বরখাস্ত হওয়ার বিষয়টি নিয়ে প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এই সিদ্ধান্ত আস্থার অভাবের কারণে নয়।
স্তারোভয়তের মৃত্যুর সংবাদ আসার আগেই পুতিন পরিবহন মন্ত্রণালয়ের একজন ডেপুটি, আন্দ্রে নিকিতিনকে ভারপ্রাপ্ত মন্ত্রী হিসেবে নিয়োগ দেন।
এদিকে, ঘটনার সময় নির্দিষ্ট করে জানানো হয়নি। তদন্ত এখনো চলছে।