রাশিয়ার কুরস্ক অঞ্চলে আগস্ট ২০২৪ থেকে এ পর্যন্ত ১৩ হাজার ৮০০টির বেশি বিস্ফোরক নিষ্ক্রিয় করেছে দেশটির স্যাপারস। সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে রুশ জরুরি মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, এখন পর্যন্ত ৪১৮ হেক্টর এলাকা তল্লাশি করা হয়েছে। উদ্ধার করা বিস্ফোরকের মধ্যে রয়েছে হাতে ব্যবহৃত গ্রেনেড, ফিউজ, অ্যান্টি-ট্যাংক মাইন, হাতে বানানো ড্রোন ও সাবমিউনিশন। এর মধ্যে সাবমিউনিশন সবচেয়ে বেশি পাওয়া গেছে এবং এগুলো সাধারণত ঘাস বা ঝোপঝাড়ের ভেতর সহজে চোখে পড়ে না।
মন্ত্রণালয় জানায়, সন্দেহজনক কোনো বস্তু পাওয়া গেলে নিরাপদ দূরত্বে সরে যেতে হবে এবং তাৎক্ষণিকভাবে জরুরি সেবায় খবর দিতে হবে। স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের তল্লাশি কার্যক্রম চলছে বলেও উল্লেখ করা হয়।