রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন অঞ্চলে অন্তত চারজন নিহত ও প্রায় ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। শনিবার ভোরে এই হামলার ঘটনা ঘটে।
ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দ্নিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের পেত্রোপাভলিভস্কা এলাকায় পুনরায় ক্ষেপণাস্ত্র হামলায় এক উদ্ধারকর্মী নিহত ও আরেকজন আহত হয়েছেন। এ হামলায় এক নারীসহ আরও সাতজন আহত হন এবং অগ্নিনির্বাপণ ট্রাক, বসতবাড়ি ও দোকান ক্ষতিগ্রস্ত হয়।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, রাজধানীতে রাশিয়ার হামলায় দুইজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। ফরাসি সংবাদ সংস্থা এএফপি’র সাংবাদিকরা ভোর ৪টার দিকে (স্থানীয় সময়) প্রবল বিস্ফোরণ ও ক্ষেপণাস্ত্রের শব্দ শুনতে পান।
দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রকাশিত ছবিতে দেখা যায়, দেসনিয়ানস্কি ও দারনিতস্কি জেলায় দমকলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন।
ইউক্রেনীয় বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া ৯টি ইস্কান্দার-এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৬২টি আক্রমণাত্মক ড্রোন নিক্ষেপ করেছে। এর মধ্যে চারটি ক্ষেপণাস্ত্র ও ৫০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর চাপ ক্রমেই বাড়ছে। যুদ্ধ চতুর্থ শীতে প্রবেশ করতেই যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার জ্বালানি খাতের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে, যা মস্কোর যুদ্ধ অর্থনীতিকে দুর্বল করার লক্ষ্যেই নেওয়া হয়েছে।
