রাশিয়া ও ইরান কাস্পিয়ান সাগরে তিন দিনব্যাপী যৌথ সামরিক মহড়া “CASAREX 2025” শুরু করেছে। রোববার ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানায়, এই মহড়া শুরু হচ্ছে ২১ জুলাই থেকে।
এই মহড়া মূলত অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম বিষয়ক, যার লক্ষ্য হচ্ছে কাস্পিয়ান অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা বৃদ্ধি এবং অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরদার করা।
তাসনিম আরও জানায়, রাশিয়া ও ইরানের নৌবাহিনীর পাশাপাশি ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের সদস্যরাও এই মহড়ায় অংশ নিচ্ছেন। মহড়ায় কাস্পিয়ান অঞ্চলের অন্যান্য দেশ যেমন কাজাখস্তান, তুর্কমেনিস্তান ও আজারবাইজান থেকেও পর্যবেক্ষক দল উপস্থিত থাকবে।
উল্লেখ্য, কাস্পিয়ান সাগরকে ঘিরে পাঁচটি দেশের সীমান্ত রয়েছে: রাশিয়া, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, ইরান ও আজারবাইজান। এই মহড়া কেবল যৌথ সামরিক প্রস্তুতির একটি অংশ নয়, বরং আঞ্চলিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ সমুদ্র ব্যবহার নিশ্চিতে কূটনৈতিক সহযোগিতার প্রতীক হিসেবেও বিবেচিত হচ্ছে।
বিশ্লেষকদের মতে, রাশিয়া ও ইরানের এমন মহড়া সামরিক কৌশলগত অবস্থান শক্তিশালী করার পাশাপাশি কাস্পিয়ান সাগরের নিরাপত্তায় গুরুত্ব আরোপ করছে।