রাশিয়ার সরকার পশ্চিম আফ্রিকার দেশ টোগোর সঙ্গে একটি সামরিক সহযোগিতা চুক্তির খসড়া অনুমোদন করেছে। মঙ্গলবার টাস সংবাদ সংস্থার এক প্রতিবেদনে জানানো হয়, রুশ সরকারের আইন কমিশনের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিম আফ্রিকায় ফরাসি প্রভাব কমে যাওয়ার প্রেক্ষাপটে মস্কো ওই অঞ্চলে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করছে। রুশ আইনজীবীদের সংগঠন বোর্ডের চেয়ারম্যান ভ্লাদিমির গ্রুজদেভ জানিয়েছেন, চুক্তিতে যৌথ সামরিক প্রশিক্ষণ ও মহড়ার পাশাপাশি জরুরি চিকিৎসা সহায়তার ব্যবস্থা রাখা হয়েছে।
গ্রুজদেভ বলেন, “টোগো ট্রপিক্যাল আফ্রিকার অন্যতম সংগঠিত ও সজ্জিত দেশ। এই অঞ্চলের সবচেয়ে ব্যস্ত সমুদ্রবন্দরটিও টোগোতেই অবস্থিত।”
গত বছর নভেম্বর মাসে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, আফ্রিকার বিভিন্ন দেশ এখন ক্রমশ রাশিয়ার নিরাপত্তা সহায়তা চাচ্ছে। এরই ধারাবাহিকতায় টোগোর সঙ্গে এই চুক্তির পদক্ষেপ নেওয়া হলো।
উল্লেখযোগ্য যে, টোগোর প্রতিবেশী দেশ বুরকিনা ফাসো, মালি ও নাইজার সম্প্রতি তাদের সাবেক ঔপনিবেশিক শক্তি ফ্রান্সের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক ছিন্ন করেছে। ওই তিনটি দেশ মিলে ‘আলায়েন্স অব সাহেল স্টেটস’ (AES) গঠন করেছে এবং রাশিয়ার দিকে ঝুঁকেছে নিরাপত্তা সহযোগিতার জন্য।
সাহেল অঞ্চলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ব্যর্থতার অভিযোগে ফরাসি সেনাদের বহিষ্কার করে AES গঠিত হয়। এই তিন দেশে ২০২৪ সালে প্রায় ১০,৪০০ মানুষ সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন বলে জানা গেছে।
টোগোতেও সন্ত্রাসী হামলার ঘটনা বাড়ছে। গ্লোবাল টেররিজম ইনডেক্সের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশটিতে ১০টি হামলায় ৫২ জন নিহত হয়েছেন, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। গত জুলাই মাসে আল-কায়েদা সংশ্লিষ্ট ‘গ্রুপ ফর সাপোর্ট অব ইসলাম অ্যান্ড মুসলিমস’ প্রায় ১০০ যোদ্ধা নিয়ে একটি সামরিক চৌকিতে বড় ধরনের হামলা চালায়। এতে ডজনখানেক টোগোলিজ সেনা নিহত হন।
চলতি বছরের এপ্রিল মাসে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানিয়েছেন, AES জোটকে সমর্থন দেবে মস্কো। রাশিয়া সাহেল অঞ্চলের যৌথ বাহিনীর সক্ষমতা বাড়াতে, সামরিক বাহিনীর প্রস্তুতি উন্নত করতে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশিক্ষণে সহায়তা করতে প্রস্তুত।
বিশ্লেষকরা মনে করছেন, আফ্রিকায় রাশিয়ার এই কৌশল নতুন ভূ-রাজনৈতিক ভারসাম্য তৈরিতে প্রভাব ফেলবে। পশ্চিমা শক্তির প্রভাব কমার পর রাশিয়া যে সুযোগটি কাজে লাগাতে চাচ্ছে, টোগোর সঙ্গে সামরিক চুক্তির অনুমোদন তা আরও স্পষ্টভাবে নির্দেশ করছে।