Tuesday, November 11, 2025
Homeখেলাধুলাক্রিকেটবাংলাদেশ ক্রিকেট বোর্ডে প্রথমবারের মতো নারী পরিচালক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে প্রথমবারের মতো নারী পরিচালক

ইশফাক আহসানের নাম প্রত্যাহারের পর রুবাবা ডৌলা যোগ দেন BCB পরিচালনা পর্ষদে

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনের পর দীর্ঘ সময় ধরে চলা জল্পনা ও নাটক এখনো অব্যাহত রয়েছে। নির্বাচনের মাত্র কয়েক ঘণ্টার মধ্যে একজন পরিচালক পদ থেকে প্রত্যাহার করা হয়েছে।

নামিত পরিচালক ইশফাক আহসানের নাম প্রত্যাহার করা হয় তার ব্যবসায়িক সম্পর্ক ও সরকারের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগের কারণে। এই পদে নিয়োগ পান রুবাবা ডৌলা, যিনি BCB-র প্রথম নারী পরিচালক হিসেবে ইতিহাস তৈরি করেছেন।

রুবাবা বর্তমানে Oracle Bangladesh, Nepal, এবং Bhutan-এ কান্ট্রি ডিরেক্টর হিসেবে কাজ করছেন। তিনি গ্রামীণফোন এবং এয়ারটেল-এ সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে দায়িত্ব পালন করেছেন। গ্রামীণফোনে কর্মরত থাকার সময় (২০০৩-২০১১), তিনি জাতীয় ক্রিকেট দলের সঙ্গে সংযুক্ত হয়ে খেলোয়াড় ও ফ্যানদের মধ্যে পরিচিত ছিলেন।

আরো পড়ুন: নতুন দায়িত্ব বণ্টন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড

কর্পোরেট ও ক্রীড়া ব্যবস্থাপনায় অভিজ্ঞতার কারণে তিনি BCB-র মহিলা উইং-এর দায়িত্ব নিতে যাচ্ছেন।

ক্রিকেটের পাশাপাশি রুবাবা ব্যাডমিন্টন খেলার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। ২০০৯ থেকে ২০১৫ পর্যন্ত তিনি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ স্পেশাল অলিম্পিকস-এর বোর্ড মেম্বার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

রুবাবা ডৌলার এই নিয়োগকে ক্রীড়া প্রশাসনে নারীর অংশগ্রহণ বৃদ্ধির গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

  • বিষয়াদি সম্পর্কে আরও পড়ুন:
  • বিসিবি

RELATED NEWS

Latest News