Tuesday, July 15, 2025
Homeজাতীয়রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু, অংশ নিচ্ছেন ১৩ দেশের ৪০০ গবেষক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু, অংশ নিচ্ছেন ১৩ দেশের ৪০০ গবেষক

২১ শতকের শিল্প ও মানবিক শিক্ষায় নতুন কৌশল নিয়ে দুই দিনব্যাপী আলোচনা, উপাচার্যসহ উপস্থিত বিশিষ্টজনেরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আর্টস অনুষদের উদ্যোগে শুরু হলো দুই দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন। “Teaching-Learning Strategies in Arts and Humanities for the 21st Century” শীর্ষক এই আয়োজনে অংশ নিচ্ছেন ১৩টি দেশের ৪০০-এর বেশি গবেষক ও শিক্ষাবিদ।

মঙ্গলবার (২৪ জুন) অনুষদের ডিন কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিন অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসেন সাংবাদিকদের সামনে সম্মেলনের মূল উদ্দেশ্য ও কর্মসূচি তুলে ধরেন।

সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হয় ২৫ জুন সকাল ৯টায়, রাবির সিনেট ভবনে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম এবং রাবির উপ-উপাচার্যগণ অধ্যাপক ড. মোহাম্মদ মাইন উদ্দিন (প্রশাসন) ও অধ্যাপক ড. ফারিদ উদ্দিন খান (একাডেমিক)।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার প্রফেসর এমেরিটাস ড. রোজানাহ হাশিম ও প্রফেসর ড. রাদওয়ান জামাল ইউসুফ আল-আত্রাশ। সভাপতিত্ব করেন ড. ইউসুফ মাহবুবুল ইসলাম।

প্রথম দিনের প্লেনারি সেশনে বক্তব্য দেন জাপানের আকিতা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ড. প্যাট্রিক ডোহার্টি, মালয়েশিয়ার ড. জাসনি বিন সুলং এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থটের ড. এম. আবদুল আজিজ। পাশাপাশি আলোচনায় অংশ নেন ড. গোপাল প্রসাদ পাণ্ডে (ত্রিভুবন বিশ্ববিদ্যালয়, নেপাল) এবং ড. নাজাতোল আকমার বিনতি মোকতার (আইআইইউএম)।

এবারের সম্মেলনে ৯টি ভেন্যুতে ৩৬টি সেশনে উপস্থাপিত হবে ২১৬টি গবেষণাপত্র। বাংলা, ইংরেজি, উর্দু, ফারসি ও সংস্কৃত ভাষায় উপস্থাপন করা হবে এই প্রবন্ধগুলো।

সমাপনী অনুষ্ঠান হবে ২৬ জুন বিকেল ৫টায়, যেখানে আবারও সভাপতিত্ব করবেন উপাচার্য ড. সালেহ হাসান নকীব এবং বক্তব্য দেবেন মালয়েশিয়ার ড. জাসনি বিন সুলং।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ আখতার হুসাইন, নেপালের ড. গোপাল প্রসাদ পাণ্ডে, আইআইইউএম-এর ড. রাদওয়ান জামাল ইউসুফ আল-আত্রাশ এবং রাবির ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ভিজিটিং প্রফেসর ড. ইসমাইল সাদেকি।

ডিন অধ্যাপক ড. বেলাল হোসেন বলেন, “এই সম্মেলনে উপস্থাপিত প্রবন্ধগুলো বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা, সংস্কৃতি এবং গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আমরা আশাবাদী।”

উল্লেখ্য, রাবির আর্টস অনুষদ পূর্বে ২০১৯ সালের ডিসেম্বরে এবং ২০২২ সালের নভেম্বরে প্রথম ও দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছিল। সেসব সম্মেলনের নির্বাচিত প্রবন্ধ পরে গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল।

RELATED NEWS

Latest News