ডেইলি প্রতিদিনের বাণী রিপোর্ট
প্রকাশিত: ২১ মে ২০২৫, ০৭:৪৫
বাণিজ্যিক ডেস্ক
বিভিন্ন আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ ও ২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক, সেতু ও কালভার্ট পুনর্নির্মাণে মোট চারটি প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এসব প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৪৩৮ কোটি ৭৬ লাখ ২৬ হাজার ৯৫৭ টাকা।
মঙ্গলবার (২০ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, অনুমোদিত প্রথম প্রকল্পটি হলো ভুলতা-আড়াইহাজার-বাঞ্ছারামপুর-নবীনগর-শিবপুর-রাধিকা এবং সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পের প্যাকেজ নং ডব্লিউপি-৩। এর পূর্ত কাজের জন্য পুনঃদরপত্র আহ্বানের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
দ্বিতীয় ও তৃতীয় প্রকল্পে সুনামগঞ্জ ও হবিগঞ্জ সড়ক বিভাগের আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন সড়ক, সেতু ও কালভার্ট পুনর্বাসনের কাজ অন্তর্ভুক্ত। ডব্লিউপি-১৫ এর প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করবে মুস্তফা জামান ট্রেডার্স প্রাইভেট লিমিটেড, মেসার্স মুস্তফা কামাল এবং মেসার্স ইডেন প্রাইস। ব্যয় নির্ধারণ করা হয়েছে ১৪২ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ১২২ টাকা।
ডব্লিউপি-১৬ প্যাকেজে একই প্রকল্পের আওতায় আরও একটি অংশ বাস্তবায়ন করবে মীর হাবিবুল আলম এবং মাহবুব ব্রাদার্স প্রাইভেট লিমিটেড। এতে ব্যয় ধরা হয়েছে ১৫৩ কোটি ১৪ লাখ ৭৮ হাজার ৭১৩ টাকা।
চতুর্থ প্রকল্পটি হলো ফেনী (মোহাম্মদ আলী বাজার) থেকে ছাগলনাইয়া হয়ে করেরহাট পর্যন্ত সড়ক প্রশস্তকরণ এবং ফেনী নদীর ওপর শুভপুর সেতু নির্মাণ। ডব্লিউপি-০৫ এর আওতায় এই প্রকল্প বাস্তবায়ন করবে মনিকো লিমিটেড। ব্যয় নির্ধারিত হয়েছে ১৩৯ কোটি ৬২ লাখ ১৭ হাজার ৫৮৭ টাকা।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা আরও মজবুত হবে এবং বন্যা-পরবর্তী পুনর্গঠনে সহায়তা করবে। দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে শিগগিরই কার্যাদেশ দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।