Saturday, November 22, 2025
Homeজাতীয়ঢাকার ৯০ শতাংশ পুরোনো ভবন কোড মানেনি, বড় ঝুঁকির সতর্কবার্তা রিজওয়ানা হাসানের

ঢাকার ৯০ শতাংশ পুরোনো ভবন কোড মানেনি, বড় ঝুঁকির সতর্কবার্তা রিজওয়ানা হাসানের

সাম্প্রতিক ভূমিকম্পকে বড় সতর্কবার্তা উল্লেখ করে পুরোনো ভবনে অবিলম্বে প্রকৌশল সমাধানের আহ্বান

ঢাকার প্রায় ৯০ শতাংশ পুরোনো ভবন ভবননিয়ম না মেনে নির্মিত হয়েছে বলে জানিয়েছেন পরিবেশবিষয়ক উপদেষ্টা সাইদা রিজওয়ানা হাসান। শুক্রবার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, সাম্প্রতিক ভূমিকম্পগুলো ঢাকার জন্য বড় সতর্কবার্তা।

রিজওয়ানা হাসান বলেন, গত পাঁচ বছরে কখনো এভাবে ভূমিকম্প অনুভূত হয়নি। নিয়মিত সতর্কবার্তা দেওয়া হচ্ছে। এখনই প্রস্তুতি নিতে হবে। তিনি জানান, রাজধানীতে নতুন নির্মিত অনেক ভবন কোড মেনে তৈরি হলেও অধিকাংশ পুরোনো ভবন অনুমোদন ছাড়াই গড়ে উঠেছে।

রাজউকের পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, ৯০ শতাংশ পুরোনো ভবনে নিয়ম লঙ্ঘনের প্রমাণ রয়েছে। এসব কাঠামোর জন্য জরুরি ভিত্তিতে প্রকৌশল সমাধান ও ঝুঁকি হ্রাসের ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, জনসংখ্যার চাপের কারণে উচ্চ ভবন নির্মাণ অনিবার্য হলেও পরিবেশের ক্ষতি করে কোনো উন্নয়নই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে তিনি জলাধার ভরাট ও পাহাড় কাটার মতো কার্যক্রম থেকে সরে আসার আহ্বান জানান।

সাম্প্রতিক ভূমিকম্পের পর ঢাকায় ভবন নিরাপত্তা নিয়ে আলোচনায় নতুন করে গুরুত্ব এসেছে। বিশেষজ্ঞদের মতে, ঝুঁকিপূর্ণ ভবনের কাঠামোগত মূল্যায়ন এবং সংস্কার জরুরি না হলে বড় বিপদের আশঙ্কা থেকেই যায়।

RELATED NEWS

Latest News