পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ বিষয়ক উপদেষ্টা সায়েদা রিজওয়ানা হাসান রাজধানীর জনগণকে পানি সংরক্ষণে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। শনিবার রাজধানীর সিআইআরডিএপ মিলনায়তনে আয়োজিত “ঢাকা ওয়াটার বডি রিস্টোরেশন অ্যান্ড পটেনশিয়াল” শীর্ষক এক সংলাপ ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
রিজওয়ানা হাসান বলেন, “আইনি কাঠামো, রাজনৈতিক সদিচ্ছা এবং প্রশাসনিক সহযোগিতা থাকলে পানির উৎস পুনরুদ্ধার কোনো কঠিন কাজ নয়।” তিনি উল্লেখ করেন, পানির উৎস পুনরুদ্ধারে কোনো বিকল্প নেই। রাজধানী ঢাকা বাঁচাতে হলে জলাশয় রক্ষা করতেই হবে।
তিনি আরও বলেন, ঢাকার খাল পুনরুদ্ধারে যে কার্যক্রম শুরু হয়েছে, তার সুফল ইতোমধ্যে নাগরিকরা পাচ্ছেন। এবার বর্ষা মৌসুমে আগের বছরের তুলনায় জলাবদ্ধতা কম হয়েছে।
রিজওয়ানা জানান, ঢাকার জেলা প্রশাসককে ৪০টি পুকুর পুনরুদ্ধারে ক্লাইমেট ট্রাস্ট ফান্ড থেকে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি বিস্তারিত এলাকা পরিকল্পনা (ড্যাপ) সংশোধন করে সাধারণ জলাশয় ও অন্যান্য জলাশয়ের মধ্যে কোনো বিভাজন না রেখে, এগুলো ভরাটে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
তিনি আরও বলেন, হাওর সুরক্ষা আইন চূড়ান্ত করা হয়েছে। এতে কৃষিকাজ কীভাবে হবে এবং নৌকা বা ভাসমান ঘর কীভাবে চলবে তা নিয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া আছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরবান ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরামের সভাপতি মাতিন আবদুল্লাহ। এতে বক্তব্য রাখেন বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক মোসলেহ উদ্দিন হাসান, স্থপতি সুজাউল ইসলাম খান, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক প্রধান প্রকৌশলী মো. নুরুল্লাহসহ আরও অনেকে।