পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সাইদা রিজওয়ানা হাসান বলেছেন, সরকার কোনো ধরনের গণপিটুনিকে সহ্য করে না। শনিবার দুপুরে সাভার উপজেলা পরিষদ মাঠে জেলা প্রশাসনের আয়োজনে এক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “সরকার সবসময় স্পষ্ট করেছে যে গণপিটুনি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। যেসব ঘটনায় গণপিটুনি হয়েছে, সেগুলোর সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। গত তিন থেকে চার মাসে যেসব জায়গায় এমন ঘটনা ঘটেছে, সেখানে দোষীদের গ্রেপ্তার করা হয়েছে।”
সাভারে জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, “এখানে ১৪টি খাল এবং একটি বড় জলাশয় উদ্ধার ও পুনরুদ্ধার করা গেলে পরিস্থিতির উন্নতি সম্ভব। ইতোমধ্যে ঢাকায় ২০টি খাল এবং তুরাগ নদী নিয়ে কাজ শুরু হয়েছে। ফেব্রুয়ারির মধ্যে তুরাগে কাজ শুরু হবে বলে আশা করছি।”
তিনি আরও বলেন, “সাভারে কর্নোপাড়া খালকে অগ্রাধিকার দিয়ে তালিকাভুক্ত করা হয়েছে। সব খাল উদ্ধার না হলেও, টেকসইভাবে কাজ শুরু করতে চাই।”
অবৈধ ইটভাটা নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমরা অনেক অবৈধ ইটভাটা বন্ধ করেছি, যা আগে কখনো এত বড় পরিসরে হয়নি। গত ১১ মাসে আমাদের সক্ষমতার চেয়ে বেশি কাজ হয়েছে।”
তিনি বলেন, “অনেক ইটভাটার লাইসেন্স জুন থেকে আগস্টের মধ্যে মেয়াদোত্তীর্ণ হবে। কেবল ৬ থেকে ৮টি লাইসেন্স আগামী বছরের শুরু পর্যন্ত বৈধ থাকবে। পুনর্নবীকরণের কোনো যুক্তি নেই।”
সাভার ট্যানারির পরিবেশগত ঝুঁকি প্রসঙ্গে তিনি বলেন, “বিএসসিআইসি’র অধীনে পরিচালিত কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) কার্যকর নয়। একে বিএসসিআইসি’র থেকে সরিয়ে নতুন সিইটিপি গড়ে তোলা ছাড়া বিকল্প নেই।”
বুড়িগঙ্গা রক্ষায় সাহসী উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “যদি আমিনবাজার ও মাতুয়াইলে ল্যান্ডফিল বন্ধ না করা হয়, তবে ঢাকার বায়ু কখনোই দূষণমুক্ত হবে না বরং আরও খারাপ হবে। বৃক্ষহানির ফলে তাপমাত্রা বাড়ছে। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই।”
অনুষ্ঠানে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার স্যারাফ উদ্দিন আহমেদ চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবকর সরকার এবং জেলা প্রশাসক তানভীর আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ১ লাখ গাছের চারা রোপণের লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করা হয়।
শেষে উপদেষ্টা শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করেন এবং উপজেলা প্রাঙ্গণে একটি গাছ রোপণ করেন।
গণপিটুনির সাম্প্রতিক ঘটনায় জড়িতদের নিয়ে প্রশ্ন করা হলে রিজওয়ানা হাসান মন্তব্য করা থেকে বিরত থাকেন এবং জানান, তিনি কেবল পরিবেশ সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দেবেন।