বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “একজন ফ্যাসিস্টকে প্রতিহত করতে গিয়ে যেন জনগণ ধর্মের মুখোশ পরা আরেক ফ্যাসিস্টকে ঘরে প্রবেশ করতে না দেয়। জনগণ তা কখনোই মেনে নেবে না।”
বৃহস্পতিবার বিকেলে ঢাকার ধামরাই উপজেলার শরীফবাগ এলাকায় এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। তারেক রহমানকে নিয়ে ‘অশ্লীল প্রচারণার’ প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়। একইসঙ্গে এতে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের অংশ হিসেবেও কার্যক্রম চালানো হয়।
রিজভী অভিযোগ করে বলেন, “শেখ হাসিনা একটি বৈঠকে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ দেন। সেই বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এবং সম্প্রতি আবার তা আলোচনায় আসে। সেটি সবাই শুনেছে।”
তিনি দাবি করেন, “ভাইরাল হওয়া সেই ক্লিপ এডিট করা নয়। বিশ্বখ্যাত গণমাধ্যম বিবিসি ল্যাবরেটরিতে যাচাই করে নিশ্চিত করেছে যে সেটি শেখ হাসিনারই কণ্ঠ।”
তিনি বলেন, “এই দেশের মানুষ জানে, একজন নারী কতটা রক্তপিপাসু হলে নিজের দেশের ছাত্র-যুবকদের নির্মমভাবে পেটাতে ও গুলি চালাতে নির্দেশ দিতে পারেন।”
রিজভী এ সময় বিএনপির সদস্যপদ নিয়ে সতর্কবার্তাও উচ্চারণ করেন। তিনি বলেন, “যারা ডাকাতি, চাঁদাবাজি, দখলদারি ও লুটপাটে জড়িত, তারা বিএনপির সদস্য হতে পারবে না। বিএনপির সদস্য হতে হলে তাকে শান্তিপ্রিয়, ভদ্র এবং আর্থিকভাবে স্বচ্ছল হতে হবে।”
বক্তব্যের মাধ্যমে তিনি দলীয় শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান এবং বিএনপির আন্দোলনে সাধারণ মানুষের সম্পৃক্ততা বাড়ানোর ওপর জোর দেন।