Sunday, October 12, 2025
Homeরাজনীতিরাষ্ট্রযন্ত্রের গভীরে ষড়যন্ত্র চলছে: রিজভী

রাষ্ট্রযন্ত্রের গভীরে ষড়যন্ত্র চলছে: রিজভী

রুহুল কবির রিজভী অভিযোগ করলেন ৫ আগস্টের অর্জন ক্ষুণ্ণ করতে গোপন ষড়যন্ত্র চলছে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শনিবার গাজীপুরের রাজবাড়ি গ্রাউন্ডে অনুষ্ঠিত সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ অনুষ্ঠানে অভিযোগ করেছেন, রাষ্ট্রযন্ত্রের ভেতরে একটি গভীর ষড়যন্ত্র চলছে যা ৫ আগস্টের অর্জন ক্ষুণ্ণ করতে পারে।

তিনি সতর্ক করেন, অনাবশ্যক বিতর্কের মাধ্যমে বিভেদ সৃষ্টির চেষ্টা করলে ঐক্য না থাকলে তা সকলের জন্য ক্ষতিকর হবে। রিজভী বলেন, “আলোচনা ও বিতর্ক হতে পারে, কিন্তু ঐক্য অপরিহার্য।”

রিজভী দাবি করেন, যারা প্রতিবেশী দেশে পালিয়ে গেছেন তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-কে সমালোচনা করে তিনি বলেন, “আমাদের ঐতিহ্যবাহী প্রতীক ধানের শীষ। ৪৭ বছর ধরে আমাদের দলের প্রতীক এটি। এখন তারা বলছে শাপলা প্রতীক ছাড়া ধানের শীষ সম্ভব নয়। আমি মনে করিয়ে দিতে চাই, ধানের শীষ প্রতীক আপনার জন্মের আগে থেকেই ছিল। অনাবশ্যক বিতর্ক সৃষ্টি করে গণতান্ত্রিক ঐক্য দুর্বল করা কেন?”

তিনি উল্লেখ করেন, এমন বিভেদ পরাজিত ও অগণতান্ত্রিক শক্তিগুলোর জন্য সুবিধাজনক হতে পারে। “লুটেরা ও গণতন্ত্রের শত্রুরা এই সুযোগ হাতছাড়া করবে না।”

আরো পড়ুন | বিএনপি ‘জুলাই চার্টার’কে ইতিবাচকভাবে দেখছে: রুহুল কবির রিজভি

ইভেন্টটি সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর বিএনপি সভাপতি শওকত হোসেন সরকার। সাধারণ সম্পাদক এম মানজুরুল করিম রনি অনুষ্ঠান পরিচালনা করেন।

অনুষ্ঠানে বিএনপি ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, কার্যনির্বাহী কমিটির সদস্য মাজহারুল আলম, সদস্য সংগ্রহ দলের প্রধান তৌহিদুর রহমান আউয়াল, সাবেক যুবদল উপ-সভাপতি জাকির হোসেন নানু এবং নেতা মাহবুবুল ইসলামও বক্তব্য রাখেন।

RELATED NEWS

Latest News