Tuesday, October 14, 2025
Homeখেলাধুলাক্রিকেটবিশ্বকাপ সরাসরি খেলবে বাংলাদেশ, আশাবাদী রিশাদ হোসেন

বিশ্বকাপ সরাসরি খেলবে বাংলাদেশ, আশাবাদী রিশাদ হোসেন

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারলেও আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশ দল, বলেন রিশাদ

বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন বিশ্বাস করেন, দলকে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৭–এর বাছাইপর্ব খেলতে হবে না। দলের সামর্থ্য ও সম্ভাবনায় ভরসা রেখে তিনি বলেন, সরাসরি বিশ্বকাপে খেলার মতো শক্তি বাংলাদেশের আছে।

মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে রিশাদ বলেন,
“আমরা এসব নিয়ে ভাবছি না। সবাই শতভাগ বিশ্বাস রাখছি। ইনশাআল্লাহ, সরাসরি বিশ্বকাপ খেলব। যোগ্যতা অর্জন নিয়ে কোনো দুশ্চিন্তা নেই।”

তিনি আরও বলেন, “যখন আমাদের ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং একসাথে কাজ করে, তখন ভারত, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড—কেউই আমাদের থামাতে পারবে না, ইনশাআল্লাহ।”

র‍্যাংকিংয়ে পিছিয়ে বাংলাদেশ

সাম্প্রতিক পারফরম্যান্সে বাংলাদেশ এখন আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে দশম স্থানে নেমে গেছে। গত বিশ্বকাপের পর থেকে ধারাবাহিকভাবে ব্যর্থতা আসায় সরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠেছে।

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায়। আয়োজক তিন দেশ ছাড়াও র‍্যাংকিংয়ে শীর্ষ আট দল সরাসরি বিশ্বকাপে খেলবে। বর্তমানে দক্ষিণ আফ্রিকা শীর্ষ আটে রয়েছে। বাংলাদেশের অবস্থান ১০ম, ৭৫ পয়েন্ট নিয়ে। তাদের উপরে নবম স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ, ৮০ পয়েন্টে।

তবে সামনে এখনো বড় সুযোগ রয়েছে। আফগানিস্তান সফরের পর আগামী সাতটি সিরিজে মোট ২৩টি ওয়ানডে খেলবে বাংলাদেশ। এই ম্যাচগুলোতে ভালো ফলাফল করলে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেওয়া সম্ভব বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

আরো পড়ুন: আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াতে শেষ ওয়ানডেতে জয়ের লক্ষ্য বাংলাদেশ

আফগানিস্তান সিরিজে মনোযোগী রিশাদ

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ইতিমধ্যে ০–২ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। শেষ ম্যাচটি তাই মর্যাদা রক্ষার লড়াই। রিশাদ বলেন,
“আমরা প্রথম দুই ম্যাচ হেরেছি। এখন শুধু একটাই লক্ষ্য, শেষ ম্যাচটা জিতে আত্মবিশ্বাস নিয়ে দেশে ফেরা। পরের সিরিজের জন্য আমরা প্রস্তুত হতে চাই।”

বিশ্লেষকদের মতে, রিশাদের মতো তরুণ খেলোয়াড়দের আত্মবিশ্বাস দলকে নতুন অনুপ্রেরণা দিচ্ছে। আগামী কয়েক সিরিজে ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে পারলে বাংলাদেশ আবারও শীর্ষ আটে ফিরতে পারবে।

RELATED NEWS

Latest News