ঢাকার মৌচাক এলাকায় ট্রাকের ধাক্কায় পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন শিশু রয়েছে। শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে মৌচাক মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন নুরুল হক হাদি, ইভা আক্তার, রিকশাচালক তারিকুল ও ফরিদুল ইসলাম এবং নাম না জানা এক শিশু। শিশুটি পা ভেঙে গুরুতর আহত হয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) ভর্তি হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চীনের সাইনো হাইড্রো কোম্পানির একটি ট্রাক (চট্টগ্রাম মেট্রো শা-১১-১২১১৭) মালিবাগ রেলগেট এলাকা থেকে আসছিল। ট্রাকটির ব্রেক ফেল করলে এটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যাটারিচালিত রিকশায় ধাক্কা দেয়। রিকশাটি ট্রাকের নিচে চাপা পড়ে যায়। পরে দ্রুতগামী ট্রাকটি আরেকটি রিকশায় ধাক্কা দিলে তার চালকও আহত হন।
দুর্ঘটনার পরপরই ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পথচারীরা আহতদের উদ্ধার করে কাছের একটি হাসপাতালে নিয়ে যান।
মৌচাক ট্রাফিক পুলিশ বক্সের এক কর্মকর্তা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।