জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রিয়াজুল ইসলাম। সোমবার বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের এক সমাবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আইন ও ভূমি প্রশাসন বিভাগের আরেক শিক্ষার্থী আবদুল আলিম আরিফ (২০১৮-১৯ সেশন) এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মো. জাহেদুর ইসলাম (২০১৯-২০ সেশন)।
সমাবেশে উপস্থিত সদস্যদের প্রত্যক্ষ ভোটে রিয়াজুল ইসলাম সভাপতি নির্বাচিত হন। অন্যদিকে, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে সদস্যদের পরামর্শক্রমে মনোনয়ন দেওয়া হয় বলে জানিয়েছেন সংগঠনের একাধিক দায়িত্বশীল।
বিশ্ববিদ্যালয় শাখার কয়েকজন সদস্য এই দায়িত্বপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, সমাবেশে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. এমদাদুল হক ও মনির হায়দারও উপস্থিত ছিলেন।
নতুন নেতৃত্ব দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর শিক্ষার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই আশা করছেন, সংগঠনটি নতুন নেতৃত্বের হাত ধরে ইতিবাচক কর্মসূচি ও শিক্ষাবান্ধব কার্যক্রমে সক্রিয় হবে।