Wednesday, July 9, 2025
Homeরাজনীতিজগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি নির্বাচিত হলেন রিয়াজুল ইসলাম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি নির্বাচিত হলেন রিয়াজুল ইসলাম

সাধারণ সম্পাদক নির্বাচিত আরিফ, সাংগঠনিক সম্পাদক জাহেদুর ইসলাম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রিয়াজুল ইসলাম। সোমবার বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের এক সমাবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আইন ও ভূমি প্রশাসন বিভাগের আরেক শিক্ষার্থী আবদুল আলিম আরিফ (২০১৮-১৯ সেশন) এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মো. জাহেদুর ইসলাম (২০১৯-২০ সেশন)।

সমাবেশে উপস্থিত সদস্যদের প্রত্যক্ষ ভোটে রিয়াজুল ইসলাম সভাপতি নির্বাচিত হন। অন্যদিকে, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে সদস্যদের পরামর্শক্রমে মনোনয়ন দেওয়া হয় বলে জানিয়েছেন সংগঠনের একাধিক দায়িত্বশীল।

বিশ্ববিদ্যালয় শাখার কয়েকজন সদস্য এই দায়িত্বপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, সমাবেশে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. এমদাদুল হক ও মনির হায়দারও উপস্থিত ছিলেন।

নতুন নেতৃত্ব দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর শিক্ষার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই আশা করছেন, সংগঠনটি নতুন নেতৃত্বের হাত ধরে ইতিবাচক কর্মসূচি ও শিক্ষাবান্ধব কার্যক্রমে সক্রিয় হবে।

RELATED NEWS

Latest News